Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই যুগেও নিরসন হয়নি গ্রামের নামকরণ দ্বন্দ্ব নিয়ে বিপাকে হাজারো মানুষ

প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিশ্বনাথ (সিলেট) উপজেলা সংবাদদাতা

সিলেটের বিশ্বনাথে একটি গ্রামের নামকরণ নিয়ে প্রায় দুই যুগ ধরে দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এ দ্বন্দ্বের কোনো নিষ্পত্তি না হওয়ায় দিন দিন তাদের মধ্যে প্রতিহিংসার জন্ম নিচ্ছে। সর্বশেষে গত মঙ্গলবার উভয়পক্ষকে নিয়ে স্থানীয় সরকার সিলেটের বিভাগের পরিচালক বৈঠকে বসলেও কোনো সামাধান হয়নি। দীর্ঘদিনের এ দ্বন্দ্বে, জাতীয় পরিচয়পত্র পাসপোর্ট, ভূমি ক্রয়-বিক্রয়, জন্মনিবন্ধনসহ বিভিন্ন সরকারী সার্টিফিকেট জটিলতায় বিপাকে রয়েছেন গ্রামের হাজারো মানুষ। জানা গেছে, উপজেলার অলংকারি ইউনিয়নে ‘ছোট খুরমা’ নামে একটি গ্রাম রয়েছে বলে দাবি এক পক্ষের। অন্যদিকে ওই গ্রামের নাম ‘পেছি খুরমা’ বলে দাবি করে আসছে অপর পক্ষের লোকজন। এতে আদালতে উভয়পক্ষের লোকজন মামলা মোকদ্দমায়ও জড়িয়েছেন। দ্বন্দ্ব নিরসনে উভয়পক্ষকে নিয়ে গত মঙ্গলবার দুপুরে ইউনিয়ন কমপ্লেক্সে বসেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক মতিউর রহমান। এ সময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, ভূমি কর্মকর্তা আব্দুল হক, থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান, স্থানীয় চেয়ারম্যান লিলু মিয়া ও সার্ভেয়ার আব্দুল রাকিব। বৈঠকে কমিশনার উভয়পক্ষ থেকে ৪ জন করে ৮ জনের বক্তব্য শুনেন। উভয়পক্ষের বক্তব্য শুনার পর কমিশনার তাদের কাছে দুটি প্রস্তাব করেন। প্রস্তাবগুলো হচ্ছে- ‘পেছি খুরমা’ ও ‘ছোট খুরমা’ নামে দুটি গ্রাম ভাগ করা। অপর প্রস্তাবটি হচ্ছে গোপন ভোটের মাধ্যমে গ্রামের নাম নির্ধারণ করা। এ দুটি প্রস্তাবে ‘ছোট খুরমা’ গ্রামের পক্ষের লোকজন রাজি হলেও প্রত্যাখ্যান করেন ‘পেছি খুরমা’র পক্ষের লোকজন। কারণ ‘ছোট খুরমা’ নামের পক্ষে উপস্থিত ছিলেন প্রায় ৭৫ ভাগ মানুষ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দুই যুগেও নিরসন হয়নি গ্রামের নামকরণ দ্বন্দ্ব নিয়ে বিপাকে হাজারো মানুষ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ