Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নববর্ষে বরিশালে ভুভুজেলা, মুখোশ ও মোটরসাইকেলে দু’জন নিষিদ্ধ করেছে বিএমপি

| প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : এবারের বাংলা নববর্ষ উৎসব নিরাপদ ও নির্বিঘ্ন করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। উৎসব আয়োজক সংগঠকদের দেয়া হয়েছে নানান দিক নির্দেশনা। গতকাল বিএমপি কমিশনার এস এম রূহুল আমিনের সভাপতিত্বে মহানগর গোয়েন্দা পুলিশের সভাকক্ষে আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে স্থানীয় সাংস্কৃতিক সংগঠনের নেতৃবন্দের মতবিনিময় সভায় এসব দিক নির্দেশনা দেয়া হয় ।
সভায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পহেলা বৈশাখের শোভাযাত্রা কিংবা অন্যান্য অনুষ্ঠানে ভুবুজেলা বাজানো ও কোন ধরনের মুখোশ পড়া যাবেনা। মোটর সাইকেলে চালক ব্যতীত অন্য কোনো আরোহী নিষিদ্ধ করা হয়েছে। মেলার আগত শিশুদের পকেটে কাগজে লেখা অভিভাবকের মোবাইল নম্বরসহ পরিচয়পত্র রাখার আহ্বান জানানো হয়েছে। যাতে কোনো শিশু হারানো গেলে সহজে অভিভাবকের কাছে পৌঁছানো যায়।
সভায় ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষায় জুম্মার নামাজসহ অন্যান্য নামাজের সময় অনুষ্ঠানের গান-বাজনা বন্ধ রাখার জন্য আয়োজকদের নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার। এছাড়াও বৈশাখী মেলাসহ নববর্ষের সকল অনুষ্ঠান বিকাল ৫টার মধ্যে শেষ করার নির্দেশ দেয়া হলেও এ সিদ্ধান্তের প্রতি ভিন্নমত জানিয়েছেন সাংস্কৃতিক সংগঠকরা। এ কারণে বিষয়টি নিয়ে চ‚ড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি গতকালের সভায়। সভায় জানানো হয়, বৈশাখী মেলাসহ সকল অনুষ্ঠানের প্রবেশ পথে আইন-শৃঙ্খলা বাহিনীর চেকপয়েন্ট বসানো হবে। ম্যাচ লাইট নিয়ে কোনো উৎসব অনুষ্ঠানে কেউ প্রবেশ করতে পারবেন না। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে ডিজিএফআই’এর কর্নেল শরীফ, বিএমপির উপ কমিশনার মো. হাবিবুর রহমান, গোলাম রউফ, সাংস্কৃতিক সংগঠক কাজল ঘোষ, শান্তি দাস, বিশ্বনাথ দাস মুন্সী, সাইদ পান্থ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বরিশাল

২৯ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ