বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : নগরীর আগ্রাবাদে ফোন করে বাসা থেকে ডেকে নিয়ে এক যুবককে ছুরি মেরে হত্যা করা হয়েছে। গতকাল (সোমবার) ডবলমুরিং থানার আগ্রাবাদ মৌলভী পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত সাদ্দাম হোসেন (২৬) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার খুরশীদ আলমের ছেলে। নগরীর মৌলভী পাড়া এলাকায় পরিবারের সাথে থাকতেন তিনি। ডবলমুরিং থানার এসআই নূর ইসলাম জানান, সাদ্দাম সকাল সোয়া ৬টার দিকে বাসা থেকে বের হন। আগ্রাবাদ বাদামতলী মোড়ের অদূরে সাউথল্যান্ড সেন্টার মার্কেটের পেছনে তাকে উপুর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় হামলাকারীরা। সাদ্দামের বুক, পেট ও হাতে ছুরিকাঘাত করা হয়েছিল জানিয়ে নূর ইসলাম বলেন, হাসপাতালে নেয়ার পথেই ওই যুবকের মৃত্যু হয়। নিহতের বোনের স্বামী মো. মাসুম জানান, সাদ্দাম নগরীর একটি কসাইয়ের দোকানে কাজ করতেন। সকালে মোবাইলে ফোন পেয়ে সে বাসা থেকে বের হয়। এরপর হাসপাতাল থেকে খবর আসে তার লাশ জরুরি বিভাগে পড়ে আছে। মাসুম বলেন, হামলাকারীরা সংখ্যায় তিন থেকে চারজন ছিল বলে প্রত্যক্ষদর্শীদের কাছে তিনি জানতে পেরেছেন। এ ঘটনায় ডবলমুরিং থানায় মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।