Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বখাটের উৎপাত সহ্য করতে না পেরে মাদরাসা ছাত্রীর আত্মহত্যা

| প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বেনাপোল অফিস : বখাটের উৎপাত সহ্য করতে না পেরে গতরাতে রানী খাতুন (১৫) নামে এক মাদরাসা ছাত্রী কীটনাশক পানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে যশোরের সীমান্তবর্তী উপজেলা শার্শার লক্ষণপুর গ্রামে। রানী শার্শা উপজেলার ল²ণপুর ইউনিয়নের মুক্তদাহ গ্রামের গোলাম নবীর মেয়ে।
নিহতের চাচাতভাই মশিয়ার রহমান জানান, তার বোন রহিমপুর আলিম মাদরাসার দশম শ্রেণীর ছাত্রী। মাদরাসায় যাতায়াতের পথে রামচন্দনপুর এলাকার উকিলের ছেলে রানা নামে এক যুবক উত্ত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত।
তিনি জানান, রোববার দুপুরে মাদরাসা থেকে সে বাড়ি ফিরছিল। তখন রানা তার হাতধরে টানাটানি করে। এরপর বাড়িতে গিয়ে সে কীটনাশক পান করে। বাড়ির লোকজন টের পেয়ে তাকে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাত ৮টার দিকে উন্নত চিকিৎসার্থে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রোববার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
সার্জারি ওয়ার্ডের সিনিয়র নার্স সুপ্রিয়া হাসপাতালের ডাক্তার উমায়ারার উদ্ধৃতি দিয়ে বলেন, রানী নামে মেয়ে কীটনাশক পানের রোগী হিসেবে ভর্তি ছিল। রোববার রাত ১১টায় তার মৃত্যু হয়েছে। শার্শা থানার ওসি মনিরুজ্জামান জানান, কীটনাশকপানে মাদরাসা ছাত্রীর মৃত্যুর কোন খবর আমার জানা নাই। কেউ এখনও কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আত্মহত্যা

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ