Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ১৪শ’ ইয়াবাসহ দুইজন গ্রেফতার

| প্রকাশের সময় : ১০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নগরীরতে ১৪শ’ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল (রোববার) সকালে নগরীর কোতোয়ালী থানার এনায়েত বাজার তুলাতলী বস্তি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- আকলিমা বেগম (৩১) ও মো. সুমন (২১)। এদের মধ্যে আকলিমা নগরীর তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তিনি আগেও বেশ কয়েকবার সে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হাতে গ্রেফতার হয়েছিলেন।
এছাড়া আকলিমা ভ্রাম্যমাণ আদালতেও শাস্তি পেয়েছেন বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের পরিদর্শক তপন কান্তি শর্মা। তিনি জানান, আকলিমার সংগ্রহ করা ইয়াবাগুলো সুমনের বাসায় রেখে পুড়িয়া তৈরি করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে তুলাতলীতে অভিযান চালিয়ে সুমনের বাসা থেকে এক হাজার ২০০ ও আকলিমার বাসা থেকে ১০০ ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তা তপন বলেন, আকলিমা ও তার স্বামী খোকন দুইজনই মাদক ব্যবসায়ী। কিছুদিন আগে খোকন ৭৮০ ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের হাতে গ্রেফতার হয়ে কারাগারে আছেন। আকলিমা ও সুমনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ