Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাফত আন্দোলনের নামে নতুন কমিটি গঠন দলীয় শৃঙ্খলাবিরোধী ও বেআইনী কারি শাহ্ আতাউল্লাহ, আমির

| প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান, আমিরে শরীয়ত মাওলানা কারি শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর ‘খেলাফত আন্দোলনের নামে নতুন কমিটি গঠনের’ সংবাদে বিস্ময় প্রকাশ করে তীব্র প্রতিবাদ জানান। বলেন, হযরত হাফেজ্জী হুজুর রহ. প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলন নির্বাচন কমিশন হতে একটি নিবন্ধিত রাজনৈতিক দল। যার নিবন্ধন নং, প্রতীক, দলের আমির ও মহাসচিবের নাম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে (http://www.ec.org.bd/Bangla/RegisteredPoliticalPartyBng.php) উল্লেখ রয়েছে।
এ নিবন্ধিত দলের নাম ব্যবহার করে ভিন্ন কমিটি গঠন করা দলের গঠনতন্ত্র, আইনবহির্ভূত ও গর্হিত কাজ। কোন ব্যক্তি বা গোষ্ঠীর এমন নীতিবহির্ভূত কাজের অধিকার নেই। বাংলাদেশ খেলাফত আন্দোলন তার নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী পরিচালিত হচ্ছে। গত ১৬ জানুয়ারি ২০১৭ কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে গঠনতন্ত্র অনুযায়ী ৪০ সদস্য বিশিষ্ট দলের মজলিসে আমেলা বা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
গত শুক্রবার বাদ আসর কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়ায় অনুষ্ঠিত মজলিসে আমেলা-কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠকে তিনি এসব কথা বলেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, নায়েবে আমির আলহাজ আনিসুর রহমান জিন্নাহ, মাওলানা মুজিবুর রহমান হামিদী, কেন্দ্রীয় নেতা আলহাজ আব্দুল মালেক চৌধুরী, হাজী জালাল উদ্দিন বকুল, জনাব রোকনুজ্জামান রোকন, মাওলানা সানাউল্লাহ, মাওলানা ফখরুল ইসলাম, মাওলানা সুলতান মহিউদ্দিন, মাওলানা হেদায়েতুল্লাহ বাশার, মাওলানা সাইফুল ইসলাম, মুফতি শহিদুল ইসলাম, মাওলানা ইলিয়াছ মাদারীপুরী, মাওলানা ফিরোজ আশরাফী, মাওলানা ওলিউল্লাহ, হাফেজ মাওলানা আবুল কাসেম ও মাওলানা রুহুল আমীন প্রমুখ।
মাওলানা আতাউল্লাহ আরো বলেন, মজলিসে শূরা, মজলিসে আমেলা তথা কার্যনির্বাহী কমিটির অজান্তে গোপনে ‘বিশেষ প্রতিনিধি’ সম্মেলনের নামে বাংলাদেশ খেলাফত আন্দোলনের কমিটি ঘোষণা সম্পূর্ণ অগঠনতান্ত্রিক ও দলের শৃঙ্খলাবিরোধী। যারা এসব বিরোধী ও বেআইনী কাজে জড়িত তারা বাংলাদেশ খেলাফত আন্দোলনের কমিটিতে নেই। প্রাথমিক সদস্য পদেও নেই।
বৈঠকে আগামী ১৪ এপ্রিল বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে সফলের আহ্বান জানানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খেলাফত

২০ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ