Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

চ্যাম্পিয়ন আমিন ইউনাইটেড, রানার্সআপ কাস্টামস

| প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : সিজেকেএস অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ৮টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও একটি ব্রোঞ্জ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আমিন ইউনাইটেড স্পোর্টিং ক্লাব। আর ৭টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ নিয়ে রানার্স আপ হয়েছে কাস্টমস স্পোর্টস ক্লাব। অন্যদিকে স্কুল বিভাগে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল ৪টি স্বর্ণ ও ২টি ব্রোঞ্জ পদক নিয়ে দলগত চ্যাম্পিয়ন এবং হালিশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ৩টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ নিয়ে দলগত হয়েছে রানার্স আপ। স্কুল পর্যায়ে ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুলের ছাত্র এইচ এম মুনতাসির একশ’ মিটার দৌড়ে প্রথমস্থান নিয়ে দ্রুততম মানব হওয়ার গৌরব অর্জন করেছেন। বিকেলে অ্যাথলেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি মোঃ সামসুল আরেফিন। এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত দু’দিনব্যাপী এ প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা এবং ছাত্রী ইভেন্টে সর্বমোট ৪০টি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চ্যাম্পিয়ন


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ