নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : সব প্রস্তুতি শেষ। অপেক্ষা শুধু ভোটগ্রহণ। চার বছর পর এসেছে সেই মাহেন্দ্রক্ষণ। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) বহুল কাক্সিক্ষত নির্বাচন আজ। বিওএ ভবনের নীচতলার মিডিয়া রুমে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। এই নির্বাচনে ৮০ জন ভোটার নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ছয়টির মধ্যে সভাপতি ও মহাসচিব পদে একটি করে মনোনয়নপত্র জমা পড়ায় তারা আগেই নির্বাচিত হয়ে যান। ফলে এখন ভোট হবে চার পদে। এগুলো হলো সহ-সভাপতি (তিনটি), উপ-মহাসচিব (দু’টি), কোষাধ্যক্ষ (একটি) এবং সদস্য (১৭টি)। তবে বিওএ’র ৩৪ সদস্যের কার্যনির্বাহী কমিটির মধ্যে সভাপতি ও মহাসচিবসহ ১১ জন ইতোমধ্যে বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। তাই বাকি ২৩ জনকে ভোট যুদ্ধে জয়ী হয়ে আসতে হবে।
গত মাসের শুরু থেকেই বিওএ’র নির্বাচনী তৎপরতা শুরু হলেও ২৪ মার্চ ৩৪টি পদের বিপরীতে ৫৫ জন প্রার্থী ৭৪টি মনোনয়নপত্র কেনেন। ২৬ মার্চ সব প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন। অনেকে অবশ্য একাধিক মনোনয়নপত্র ক্রয় করলেও শেষ পর্যন্ত একটি পদেই তা জমা দিয়েছেন। আবার কেউ কেউ একটিও জমা দেননি। তবে ১ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের দিন হকি ফেডারেশনের সহ-সভাপতি শফিউল্লাহ আল মুনির উপ-মহাসচিব পদ থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন। বিওএ’র নির্বাচনে সভাপতি হিসেবে বর্তমান দায়িত্বে থাকা সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হক এবং মহাসচিব পদে সৈয়দ শাহেদ রেজাই বহাল থাকছেন। পাঁচ সহ-সভাপতি পদের মধ্যে পেট্রোন কোটা ও মহিলা ক্রীড়া সংস্থার কোটায় যথাক্রমে অঞ্জন চৌধুরী পিন্টু ও মাহবুব আরা গিনি বেসরকারিভাবে নির্বাচিত হলেও বাকি তিনটির জন্য লড়বেন বাদল রায়, নাজিম উদ্দিন চৌধুরী, শেখ বশির আহমেদ মামুন ও মিজানুর রহমান মানু। উপ-মহাসচিবের তিন পদে নির্ধারিত কোটায় নজিব আহমেদ আগেই বেসরকারিভাবে নির্বাচিত হন। বাকি দু’টি পদের জন্য লড়ছেন আশিকুর রহমান মিকু, আসাদুজ্জামান কোহিনূর ও ইন্তেখাবুল হামিদ অপু। কোষাধ্যক্ষ পদে বর্তমান দায়িত্বে থাকা কাজী রাজিবউদ্দিন আহমেদ চপলের মুখোমুখী হচ্ছেন এস এম ইমতিয়াজ খান বাবুল।
সদস্য ২৩টি পদের মধ্যে ছয়জন সংরক্ষিত কোটায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। বাকি ১৭ পদের জন্য ১৯ জন প্রার্থী লড়বেন। এর মধ্যে অলিম্পিকভুক্ত ফেডারেশনের ১৪টি পদে লড়বেন ১৫ জন প্রার্থী। এ ছাড়া আঞ্চলিক অলিম্পিক অ্যাসোসিয়েশন (রোয়া) কোটায় তিন পদের জন্য লড়ছেন চারজন। তবে বিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদের সভাপতি আ জ ম নাছিরের অনুরোধেই শেষ পর্যন্ত নির্বাচনী লড়াইয়ে থাকছেন না ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থার কাউন্সিলর ও সাবেক তারকা ফুটবলার দেওয়ান শফিউল আরেফিন টুটুল। বৃহস্পতিবার তিনি নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে বিওএ’র নির্বাচন কমিশন সূত্র জানায়, নির্বাচন থেকে বিরত থাকার ঘোষণা দিলেও ব্যালট পেপারে টুটুলের নাম ঠিকই থাকবে এবং এই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।