Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগমারায় অবৈধপুকুর খনন বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ

| প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বাগমারা (রাজশাহী) উপজেলা সংবাদদাতা ঃ রাজশাহীর বাগমারায় প্রশাসনকে ম্যানেজ করে স্থানীয় প্রভাবশালীরা মন্ত্রণালয়ের নির্দেশ উপেক্ষা করে জমির প্রকৃতি পরিবর্তন করে পুকুর খননের অভিযোগের কোনো ব্যবস্থা না হওয়ায় অবৈধভাবে পুকুর খনন বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নিদের্শ দিয়েছেন হাইকোর্ট। কৃষি জমির প্রকৃতি পরিবর্তন করে পুকুর খনন করায় আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে এবং চাষাবাদ হুমকির মুখে পড়ছে। হাইকোটের আইনজীবী জালাল উদ্দিন উজ্জল এলাকার জানমালের রক্ষায় নিজ উদ্যোগে এব্যবস্থা নিয়েছেন বলে জানান। গত রোববার তিনি বাগমারার অবৈধ পুকুর খনন বন্ধে জনসার্থে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। তার দায়ের করা রিট পিটিশনের প্রেক্ষিতে এ আদেশ দিয়েছেন আদালত। এর আগে আইনজীবী জানাল উদ্দিন উজ্জল অবৈধ পুকুর খনন বন্ধে ব্যবস্থ গ্রহণে জনসার্থে রাজশাহী জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলেন। এতে তারা কোনো পদক্ষেপ না নেয়ায় হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন ওই আইনজীবী। সোমবার একটি রিট পিটিশনের শুনানি শেষে বিচারপতি নায়মা হায়দার ও বিচারপতি আবু তাহের মো: সাইফুর রহমানের সমন্বয়নে গঠিত একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন বলে জানান আইনজীবী মাসুদুল আলম দোহা। মামলাটি পরিচালনা করেন আইনজীবী মেজবাহুল ইসলাম আসিফ। তার সহযোগী ছিলেন আইনজীবী মাসুদুল আলম দোহা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাগমারা

১৮ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ