Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাগমারায় শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বাগমারা (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর বাগমারার ২০১৫ সালের জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। গত শনিবার বেলা ১১টায় উপজেলার ভবানীগঞ্জ নিউমার্কেট মিলনায়তনে এ সংবর্ধনার আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন সালেহা ইমারত ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের অতিরিক্ত পরিচালক ড. অলীউল আলম, এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বেগম তহুরা হক, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তার, রাজশাহী জর্জ কোর্টের পিপি অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি অনিল কুমার সরকার। অনুষ্ঠানে উপজেলার প্রায় ১১০০ জন কৃতী শিক্ষার্থীকে সনদ, শিক্ষা উপকরণ দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাগমারায় শিক্ষার্থীদের সংবর্ধনা
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ