Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাগমারায় স্থগিত ইউপি নির্বাচন নিয়ে নানা গুঞ্জন

প্রকাশের সময় : ১৫ মে, ২০১৬, ১২:০০ এএম

বাগমারা (রাজশাহী) উপজেলা সংবাদদাতা : রাজশাহীর বাগমারা উপজেলার ১৬টি ইউনিয়নে গত ৭ মে স্থগিত হওয়া নির্বাচন নিয়ে জনমনে নানা গুঞ্জন শুরু হয়েছে। ঘোষিত তফশিলেই পরবর্তীতে নির্বাচন হবে নাকি তফশিল বাতিল হয়ে নতুন তফশিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে, এ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। জানা গেছে, উপজেলার ১৬টি ইউনিয়নেই একযোগে গত ৭ মে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্ত উপজেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সরকার দলীয় নেতাদের প্রভাব বিস্তার কে কেন্দ্র করে নির্বাচনের অনুক‚ল পরিবেশ না থাকায় পুরো উপজেলার নির্বাচন স্থগিত করে দেয় নির্বাচন কমিশন। নির্বাচন স্থগিত করা হলেও থেমে থাকেনি সহিংসতা। এলাকায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে প্রতিদ্ব›দ্বী প্রার্থী ও তাদের কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয় হামলা মামলার ঘটনা। এসব ঘটনায় চারজনের প্রানহানি ঘটে। এরই মাঝে সরকার দলীয় প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ তোলা হয়। যেসব প্রার্থীদের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে তাদের মনোনয়ন বাতিলের দাবী জানানো হয়। এর প্রেক্ষিতে আ’লীগের বিদ্রোহী প্রার্থীরা মনোনয়ন বানিজ্যের অভিযোগ এনে এবং অভিযুক্তদের মনোনয়ন বাতিলের দাবী জানিয়ে গত ১২ মে রাজশাহীতে সাংবাদিক সম্মেলন করে। উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, বাগমারায় স্থগিত হওয়া নির্বাচনের ব্যাপারে কোনো নির্দেশনা এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে যে কোন মুহূর্তে নির্বাচন কমিশন থেকে বাগমারায় স্থগিত নির্বাচন ব্যাপারে নির্দেশনা আসতে পারে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাগমারায় স্থগিত ইউপি নির্বাচন নিয়ে নানা গুঞ্জন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ