নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : এএফসি কাপে ‘ই’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত হারের মাল্য পড়তে হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেডকে। গতকাল কলকাতার রবীন্দ্র সরোবরে মোহনবাগান ৩-১ গোলে হারায় আবাহনীকে। প্রথমার্ধের খেলা ১-১ গোলে অমীমাংসিত ছিল। ম্যাচের শুরু থেকে আবাহনী আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। তারা ম্যাচকে নিজেদের নিয়ন্ত্রণে রেখেই ২১ মিনিটে এগিয়ে যায়। এসময় আবাহনীর ইংলিশ ফরোয়ার্ড জোনাথন গোল করে দলকে এগিয়ে নেন (১-০)। তবে পিছিয়ে পড়ে যেন জ্বলে ওঠে মোহনবাগান। বিরতির আগেই ম্যাচে সমতা আনে তারা। নবীব নেওয়াজ জীবনের পাস থেকে অরক্ষিত থাকা জোনাথন চলতি বলেই দারুণ শটে গোল করেন। প্রথমার্ধের যোগ করা সময়ে সনি নর্দের পাস থেকে গোল করেন মোহনবাগানের জেজে লালপেখুলা (১-১)। অমমাংসিত অবস্থায় দু’দল বিরতিতে গেলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক দল। ৪৮ মিনিটে মোহনবাগানের বলবান সিং গোল করেন (২-১)। আর ৮৭ মিনিটে বক্সে বল পেয়ে অসাধারণ দক্ষতায় গোল করে ব্যবধান বাড়ান সনি নর্দে (৩-১)। এটা টুর্নামেন্টে মোহনবাগানের প্রথম জয়। আর আবাহনীর দ্বিতীয় হার। প্রথম ব্যাঙ্গালুরু এফসির কাছে ২-১ গোলে হেরেছিলো মোহনবাগান। অন্যদিকে নিজেদের মাঠে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের বিপক্ষে ২-০ গোলে হেরেছিলো আবাহনী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।