Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম বন্দরে কোকেন পাচার ১০ জনকে আসামি করে সম্পুরক চার্জশীট

| প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালানের আড়ালে কোকেন পাচারের মামলায় অবশেষে ব্যবসায়ী নুর মোহাম্মদসহ ১০ জনকে আসামি করে সম্পুরক অভিযোগপত্র (অধিকতর তদন্ত প্রতিবেদন) জমা দিয়েছে র‌্যাব। গতকাল (সোমবার) নগর পুলিশের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্র জমা দেন র‌্যাবের এএসপি মহিউদ্দিন ফারুকী। চোরাচালান আইনের এ মামলায় এর আগে নগর গোয়েন্দা পুলিশ আদালতে একটি অভিযোগপত্র জমা দিলেও তাতে মামলার এজহারভুক্ত আসামি নুর মোহাম্মদের নাম বাদ পড়েছিল। তখন নগর গোয়েন্দা পুলিশের এডিসি কামরুজ্জামানের দাখিল করা অভিযোগপত্রটি প্রত্যাখান করে অধিকতর তদন্তের জন্য র‌্যাবকে নির্দেশ দিয়েছিলেন আদালত। সম্পুরক অভিযোগপত্রে ১০ জনকে আসামি করা হয়েছে। এরা হলেন- গোলাম মোস্তফা সোহেল, নুর মোহাম্মদ, মোস্তফা কামাল, মেহেদী আলম, আতিকুর রহমান, এ কে এম আজাদ, সাইদুল ইসলাম, মোস্তাক আহমেদ খান, ফজলুর রহমান ও বকুল মিয়া। এদের মধ্যে প্রথম সাতজন কারাগারে থাকলেও বাকি তিনজন পলাতক রয়েছেন। নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, কোকেন মামলার সম্পুরক অভিযোগপত্রটি মহানগর হাকিম হারুন-উর-রশিদের আদালতে দাখিল করা হয়েছে। পরবর্তী আদেশের জন্য অপেক্ষমান থাকার নিদের্শ দিয়েছেন আদালত।
২০১৫ সালের ৭ জুন কোকেন সন্দেহে একটি কনটেইনার বন্দরে সিলগালা করা হয়। ৮ জুন এটি খুলে ১০৭টি ড্রামের প্রতিটিতে ১৮৫ কেজি করে সূর্যমুখী তেল পাওয়া যায়। পরে ২৭ জুন এর মধ্যে ৯৬ নম্বর ড্রামে তেলের চালানের একটি নমুনায় তরল কোকেন শনাক্ত করা হয়। সূর্যমুখী তেলের ঘোষণা দিয়ে দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়া থেকে কনটেইনারটি আমদানি করা হয় চট্টগ্রামের খান জাহান আলী লিমিটেডের নামে। এরপর ঢাকা থেকে গার্মেন্টস পণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠান মন্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান খান, মোস্তফা কামাল এবং শিপিং এজেন্ট প্রতিষ্ঠান কসকো বাংলাদেশ শিপিং লাইনস লিমিটেডের ব্যবস্থাপক (করপোরেট, বিক্রয় ও বিপণন) এ কে আজাদকে গ্রেফতার করা হয়। আগে থেকে গ্রেফতার ছিলেন আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের কর্মচারী গোলাম মোস্তফা সোহেল। ১২ জুলাই চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয় মেহেদী আলম নামের এক আইটি বিশেষজ্ঞকে। এর আগে ২৮ জুন চট্টগ্রাম নগরীর বন্দর থানায় এসআই ওসমান গণি বাদি হয়ে আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নুর মোহাম্মদ ও কর্মচারী গোলাম মোস্তফা সোহেলকে আসামি করে একটি মামলা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ