বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মানিকগঞ্জ জেলা সংবাদদাতা : খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি-জামায়াত ছাড়া সবাই জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তারা জঙ্গিদের পৃষ্টপোষকতা করে মুখে জাতীয় ঐক্যের কথা বলছে। জাতীয় ঐক্যের ডাক তাদের ছদ্বাবরণ। গতকাল শনিবার দুপুরে মানিকগঞ্জের দৌলতপুরের কাকনা উচ্চ বিদ্যালয়ের স্বূর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. গোলাম মহিউদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ। কামরুল ইসলাম আরো বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে দেশের শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল শ্রেণি পোশার মানুষ রাস্তায় নামছে।তাই জাতীয়্ ঐক্য ইতোমধ্যে হয়ে গেছে। আর জাতীয় ঐক্যের প্রয়োজন নেই।
তিনি বলেন, পশ্চিমা দেশ গুলোর মতো একই পদ্ধতিতে বাংলাদেশে জঙ্গিনির্মূল হচ্ছে। তাদের চেয়ে অনেক সফলতার সাথে এই অভিযান পরিচালনা করছে দেশের আইন-শৃঙ্খলাবাহিনী।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।