বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : সাবেক প্রেসিডেন্ট এইচএম এরশাদ দায়িত্বে থাকাকালে বিভিন্ন উপহার সামগ্রী রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করার অভিযোগে দুদকের করা মামলার তিনটি আপিলের শুনানির জন্য আগামী ৩ এপ্রিল দিন নির্ধারণ করেছেন হাইকোর্ট। নিম্ন আদালতের দেয়া সাজা বৃদ্ধির আপিলে পক্ষভুক্ত করা হয়েছে দুদককে। গতকাল (বৃহস্পতিবার) এ মামলার পক্ষভুক্ত হতে দুদকের আবেদন মঞ্জুর করে বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে রায়ের জন্য এই দিন নির্ধারণ করেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান। এরশাদের পক্ষে শুনানি করেন শেখ সিরাজুল ইসলাম।
গত ২৩ মার্চ এ মামলার রায় ঘোষণা করেননি হাইকোর্ট। ওই দিন আদালত বলেন, এ মামলার নিম্ন আদালতের সাজা বৃদ্ধি করতে সরকারপক্ষের আরো দুটি আপিল রয়েছে। ওই সব আপিল নিষ্পত্তি না করে রায় না দেয়া হবে ন্যায় বিচারপরিপন্থী। পরে পুনঃ শুনানির জন্য তিনি এ মামলার সব নথি প্রধান বিচারপতির কাছে পাঠানোর নির্দেশ দেন।
পরে গত ২৭ মার্চ এ মামলার তিনটি আপিলের শুনানির জন্য প্রধান বিচারপতি সুরেন্দ কুমার সিনহা নতুন বেঞ্চ গঠন করে সব নথি পাঠিয়ে দেন। নতুন বেঞ্চে এ মামলার কার্যক্রম নতুন করে আবার শুনানি শুরু হলো।
গত বছরের ৩০ নভেম্বর দুর্নীতির মামলায় সাজার বিরুদ্ধে এরশাদের আপিল শুনানি শুরু হয়। দীর্ঘ ২৪ বছর পর প্রেসিডেন্ট এইচএম এরশাদের সাজার বিরুদ্ধে আপিল শুনানি শুরু করতে উদ্যোগ নেয় দুদক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।