মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নে ব্রিটেনের ৪৪ বছরের সদস্যপদের অবসানের প্রক্রিয়া শুরু হয়েছে। জোটের মূল সনদ লিসবন চুক্তির ৫০ ধারা কার্যকর করার জন্য ব্রাসেলসে চিঠি পাঠিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে। এই চিঠি দেয়ার মাধ্যমে ব্রেক্সিট বলে পরিচিতি পাওয়া ব্রিটেনের ইইউ ত্যাগের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। ব্রাসেলসে ব্রিটেনের দূত স্যার টিম ব্যারো ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের কাছে গত বুধবার এই চিঠি হস্তান্তর করেন। সমকালীন ব্রিটিশ ইতিহাসের এক যুগ সন্ধিক্ষণ হিসেবে দেখা হচ্ছে দিনটিকে। যারা ব্রেক্সিটের সমর্থক, বা যারা এর বিরোধিতা করেছিলেন, উভয়পক্ষই এখন স্বীকার করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এত বড় চ্যালেঞ্জ আর এত বেশি অনিশ্চয়তার মুখে আর পড়েনি ব্রিটেন। যখন গণভোটে ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পক্ষে রায় দিলেন ব্রিটেনের জনগণ, তা যেন ভ‚মিকম্প ঘটিয়ে দিয়েছিল ইউরোপের ভ‚-রাজনীতিতে। ইউরোপীয় ইউনিয়নের সংবিধানের ৫০ অনুচ্ছেদ অনুযায়ী ব্রাসেলসে চিঠি পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে এই বিচ্ছেদ প্রক্রিয়ারই সূচনা করলেন প্রধানমন্ত্রী তেরেসা মে। যখন ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্কের হাতে তুলে দেয়া হয় তার এই চিঠি, প্রায় একই সময়ে ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী তেরেসা মে ঘোষণা দেন, এখান থেকে আর পেছন ফেরার কোনো সুযোগ নেই। তেরেসা মে বলেন, ‘৫০ অনুচ্ছেদ অনুযায়ী বিচ্ছেদের প্রক্রিয়া শুরু হয়েছে এবং ব্রিটিশ জনগণের ইচ্ছে অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাচ্ছে যুক্তরাজ্য। এখান থেকে আর পেছন ফিরে যাওয়া যাবে না। এটি এক ঐতিহাসিক মুহূর্ত। এখন থেকে আমরা নিজেরাই সব সিদ্ধান্ত নেব, আমরা নিজেরাই আমাদের আইন তৈরি করবো। তেরেসা মে আরো বলেছেন, তিনি আশাবাদী যে এই সুযোগকে কাজে লাগিয়ে তারা ব্রিটেনকে আরো সমৃদ্ধ এবং শক্তিশালী করতে পারবেন বলে আশা করেন। কিন্তু ইউরোপীয় ইউনিয়নের নেতারা এটা গোপন করার কোনো চেষ্টাই করেননি যে, ব্রিটেনের এই সিদ্ধান্তে তারা একেবারেই খুশি নন। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।