Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা চাপাচ্ছে ইইউ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ জানুয়ারি, ২০২৩, ৫:২০ পিএম

ইরানের উপর আরও নিষেধাজ্ঞা চাপাতে যাচ্ছে ইইউ৷ সরকারবিরোধী বিক্ষোভ দমন ও রাশিয়াকে ড্রোন সরবরাহের শাস্তি হিসেবে তারা এ পদক্ষেপ নিচ্ছে। তবে রেভোলিউশনারি গার্ডের বিরুদ্ধে এমন পদক্ষেপের বিষয়ে সতর্ক করে দিয়েছে ইরান৷

ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বাতিল করলেও ইউরোপীয় ইউনিয়ন সেই চুক্তি আঁকড়ে ধরে ছিল৷ জো বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার পর ওয়াশিংটনকে আবার সেই চুক্তির ছত্রছায়ায় ফিরিয়ে আনতে ইইউ আপ্রাণ চেষ্টা করে গেছে৷ কিন্তু সরকার-বিরোধী বিক্ষোভ দমন করতে ইরান যে দমন নীতি চালিয়ে যাচ্ছে, সেই আচরণের বিরুদ্ধে কড়া অবস্থান নিচ্ছে ব্রাসেলস৷ সোমবার ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের অনেক ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞার ঘোষণা করছে৷ ইউক্রেনের উপর হামলা চালাতে রাশিয়াকে ড্রোন সরবরাহ করার জন্যও ইরানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ চাপানো হয়েছে৷

ইরানে পুলিশ হেফাজতে মাহসা আমিনি নামে এক তরুণীর মৃত্যুর পর থেকে দেশজুড়ে যে বিক্ষোভ দেখা যাচ্ছে, তা দমন করতে কর্তৃপক্ষ ব্যাপক নিপীড়ন চালাচ্ছে৷ একাধিক বিক্ষোভকারীদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে৷ দফায় দফায় নিষেধাজ্ঞা চাপিয়ে ইইউ ইরানের উপর চাপ বাড়িয়ে চলেছে৷ গত বছরেই তিন গুচ্ছ নিষেধাজ্ঞার আওতায় সে দেশের ১৪৬ জন ব্যক্তি ও ১২টি প্রতিষ্ঠানকে আনা হয়েছে৷ সোমবার ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা সেই তালিকা আরও সম্প্রসারণ করছেন৷

ইরানের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের প্রশ্নে ঐকমত্য সত্ত্বেও সে দেশের কুখ্যাত রেভুলিউশনরি গার্ডস কর্পস বাহিনী বা আরজিএস-এর উপর সার্বিক নিষেধাজ্ঞা চাপানোর প্রশ্নে বিতর্ক চলছে৷ ইউরোপীয় পার্লামেন্ট গত বুধবার সেই পদক্ষেপের পক্ষে সমর্থন জানালেও সদস্য রাষ্ট্রগুলি এখনো সেই পথ বেছে নেয় নি৷ এই প্রতিষ্ঠানের কয়েক জন ব্যক্তির নাম অবশ্য আগেই ইইউ নিষেধাজ্ঞার তালিকায় স্থান পেয়েছে৷

ইইউ-র সন্ত্রাসবাদী সংগঠনের তালিকায় আরজিএস-কে অন্তর্গত করলে তার পরিণাম ভালো হবে না বলে হুমকি দিয়েছে ইরান৷ সে ক্ষেত্রে তেহরান পালটা পদক্ষেপ নেবে৷ রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দোল্লাহিয়ান জানিয়েছেন, সে দেশের সংসদ ইউরোপের দেশগুলির সেনাবাহিনীর কিছু অংশকে সন্ত্রাসবাদী সংগঠনের তালিকায় অন্তর্গত করার লক্ষ্যে প্রক্রিয়া শুরু করেছে৷ আরজিএস-এর প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি ও তিনি সংসদের এক রুদ্ধদ্বার বৈঠকে সে বিষয়ে আলোচনা করেন৷

পশ্চিমা বিশ্বের উপর পালটা চাপ সৃষ্টি করতে ইরান কয়েকটি পদক্ষেপের বিষয়ে ভাবনাচিন্তা করছে৷ পরমাণু অস্ত্রের প্রসার রোধের লক্ষ্যে স্বাক্ষরিত এনপিটি চুক্তি ত্যাগ করে অবশিষ্ট আন্তর্জাতিক নজরদারি থেকে মুক্ত হবার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না ইরান৷ এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো সম্ভাবনাই উড়িয়ে দেয়া হচ্ছে না৷ ইরান হরমুজ প্রণালীতে পেট্রোলিয়ামবাহী জাহাজ চলাচলের পথে বাধা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ সূত্র: ডয়চে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইইউ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ