Inqilab Logo

শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইইউ

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২২, ১:০৯ পিএম

ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণকারীরা ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদানে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

শীর্ষ সম্মেলনের পরে দেয়া একটি চূড়ান্ত বিবৃতিতে ইইউ’র পক্ষ থেকে এ প্রতিশ্রুতি দেয়া হয়।

বিবৃতিতে বলা হয়, ‘ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনকে রাজনৈতিক ও সামরিক সহায়তা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

‘ইউরোপীয় শান্তি সুবিধা এবং ইইউ সামরিক সহায়তা মিশনের মাধ্যমে ইউক্রেনকে সমর্থন দিতে চায় ইইউ, বিশেষ করে বিমান প্রতিরক্ষা সক্ষমতা এবং ধ্বংসাত্মক সহায়তা প্রদান করে তারা এ সহায়তা বজায় রাখতে চায়,’ বিবৃতিতে যোগ করা হয়। সূত্র: তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইইউ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ