বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : নগরীর ব্যস্ততম জিইসি মোড়ের অভিজাত সেন্ট্রাল প্লাজায় হামলা চালিয়ে অন্তত ২০টি দোকান ভাঙচুর করেছে ছাত্রলীগ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল (বুধবার) দুপুরের পর ওমর গণি এমইএস কলেজ ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের জের ধরে মার্কেটে এ ভাঙচুর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এ সময় ছাত্রলীগ কর্মীরা সড়কে ব্যারিকেড দিলে কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।
চকবাজার থানার এএসআই আবুল কালাম জানান, এমইএস কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ও ধাওয়া পাল্টা ধাওয়া হয় ক্যাম্পাসে। তারা একপর্যায়ে সেন্ট্রাল প্লাজায় এসে দোকানে ভাঙচুর চালায়। তবে কারা কারা এ ভাঙচুরে জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মার্কেটে থাকা ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।