Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে শহীদ মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের স্মরণ

| প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : মহান মুক্তিযুদ্ধে শহীদ চট্টগ্রামের ৮১ জন পুলিশ সদস্যকে স্মরণ করলো চট্টগ্রাম মহানগর ও জেলা পুলিশ। এ উপলক্ষে গতকাল (বুধবার) দামপাড়া পুলিশ লাইন মাঠে চট্টগ্রামের মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সম্মাননা দেয়া হয়। এতে প্রধান আলোচক ছিলেন ড. অনুপম সেন।
অনুষ্ঠানে অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মোহা. শফিকুল ইসলাম ও নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার। সভাপতিত্ব করেন নগর পুলিশের উপ-কমিশনার (সদর) ফারুক আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য দেন সংবর্ধনা কমিটির সদস্যসচিব ও চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি নিরুপম দাশগুপ্ত, এসআই আবুল কাশেম প্রমুখ।
পরে ৭৬ জন মুক্তিযোদ্ধা-পুলিশদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়। পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার বলেন, একাত্তরে মুক্তিযুদ্ধ শুরুর সময় পূর্ব পাকিস্তান পুলিশের সদস্য ছিল ৩৩ হাজার ৯৯৫ জন। এর ভেতরে ১৪ হাজার পুলিশ পাকিস্তান সরকারের আনুগত্য পরিত্যাগ করে কর্মস্থল ত্যাগ করেছিল। এর ভেতরে ১ হাজার ১৫০ জন মুক্তিযুদ্ধে আত্মাহুতি দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ