Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হ্যাটট্রিক ডেলিভারিতে নির্ভার ছিলেন তাসকিন

| প্রকাশের সময় : ৩০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : নুয়ান প্রদীপকে ইয়র্কার ডেলিভারীতে বোল্ড আউটের সঙ্গে সঙ্গে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে হ্যাটট্রিক আনন্দে মেতে উঠেছেন তাসকিন। ডাম্বুলায় শেষ ওভারে পর পর ২ ডেলিভারীতে গুনারতেুকে মিড অফে এবং লাকমালকে মিড উইকেটে ক্যাচ দিতে বাধ্য করে যেখানে পরের ডেলিভারীর আগে স্নায়ুচাপে ভোগার কথা, সেখানে নাকি হ্যাটট্রিক ডেলিভারীর সময়ে ছিলেন তাসকিন নির্ভার ‘ এর আগে হ্যাটট্রিকের সুযোগ পেয়েও আমি হ্যাটট্রিক করতে পারিনি। তবে এবার তৃতীয় উইকেটটি নেওয়ার আগে আমি খুব নির্ভার ছিলাম। মনে হচ্ছিল হ্যাটট্রিক হয়ে যাবে এবং শেষ পর্যন্ত হয়েও গেল। হ্যাটট্রিক বল করার আগে নার্ভাস ছিলাম না। অন্য সময়ের চেয়ে আত্মবিশ্বাসী ছিলাম। ’
প্রথম ২টি ডেলিভারী ফুলটস দিলেও তৃতীয় ডেলিভারীতে কৌশল পরিবর্তন করেছেন। দিয়েছেন ইয়র্কার। সৌম্য’র পরামর্শেই নাকি শ্রীলংকা টেল এন্ডারকে দিয়েছেন ওই ডেলিভারী ‘যখন শেষ ওভারের পঞ্চম বল করতে প্রস্তুতি নিচ্ছি, রান আপের আগে সৌম্য দৌঁড়ে এসে বলল, এটা তোর হ্যাটট্রিক বল, ইয়র্কার টাইপের কিছু একটা কর।’
ওভারের প্রথম বলে লেগ স্ট্যাম্পের বাইরে ফুলটস দিয়ে গুনারতেœর কাছে বাউন্ডারি হজম করার পর শেষ তিনটি ডেলিভারীতে কিভাবে বদলে ফেললেন নিজেকে ? এটাই প্রশ্ন। তবে হ্যাটট্রিক ডেলিভারীর তিনটির মধ্যে শেষ ডেলিভারীকেই ক্যারিয়ারের সেরা বল বলে গন্য করছেন তাসকিন‘ ওই তিনটি বলকে ক্যারিয়ারের সেরা বল বলব না। তবে নুয়ান প্রদীপকে করা শেষ বলটি অবশ্যই ক্যারিয়ার সেরা বল।’ নিজেকে বড়ই ভাগ্যবান মনে করছেন তাসকিন ‘ উইকেট পাওয়ার চেষ্টা করতে পারি, কিন্তু উইকেট পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। শেষ ডেলিভাররিটিতে প্রদীপ বোল্ড না হয়ে তার ব্যাটের কানায় লেগে বাউন্ডারিও হয়ে যেতে পারত। আমি আসলেই ভাগ্যবান।’
হ্যাটট্রিক করে সতীর্থদের অভিনন্দনে হয়েছেন তাসকিন সিক্ত ‘হ্যাটট্রিকের পর সবাই অভিনন্দন জানিয়েছে এবং ড্রেসিংরুমেও আমি বাহবা পেয়েছি।’ তবে হ্যাটট্রিকের ম্যাচটি বৃস্টি ভাসিয়ে নেয়ায় পুরোপুরি তৃপ্তির ঢেকুর তুলতে পারছেন না তাসকিন ‘ এটা আমার ক্যারিয়ারের বড় একটা অর্জন। আন্তর্জাতিক ক্রিকেটে আমি প্রথমবারের মতো হ্যাটট্রিক করেছি। অবশ্যই এটা বড় পাওয়া এবং খুব ভালো লাগছে। তবে আরও ভালো লাগতো যদি ম্যাচটা শেষ করতে পারতাম। তাহলে আমরা জিতে সিরিজ জয়ের উৎসব করতে পারতাম।’
৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে সীমিত ওভারের ক্রিকেটে পারফর্ম করছেন। ওয়ানডে অভিষেকে ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়ে প্রথম বাংলাদেশী বোলার হিসেবে এমন কৃতি তারই। তবে ভারতের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের অভিষেক ম্যাচে এমন কৃতির পরও কাঁদতে হয়েছে। টি-২০ বিশ্বকাপে বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ এবং পরবর্তীতে অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধও হতে হয়েছে তাকে। সেখান থেকে ৫ মাসের মধ্যে অস্ট্রেলিয়ার ব্রিসবেনের ল্যাবরেটরিতে পরীক্ষা দিয়ে বোলিং অ্যাকশনের বৈধতা পেয়েছেন। ফিরেই আফগানিস্তানের বিপক্ষে পেয়েছেন ৪ উইকেট !
বোলিং কোচ হিসেবে ক্যারিবিয়ান লিজেন্ডারী কোর্টনী ওয়ালশকে পেয়েই আইসিসিকে দিতে পেরেছেন জবাব। সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেট থেকে পর্যায়ক্রমে টেস্ট বোলার হিসেবে নিজেকে প্রমানে কোর্টনী ওয়ালশই তাকে যোগাচ্ছে প্রেরনা, দিচ্ছেন সাহস। সে কারনেই বোলিং গুরু ওয়ালশের প্রতি কৃতজ্ঞ তাসকিন ‘ আমাদের বোলিং কোচ ওয়ালশ একজন লিজেন্ডারী বোলার। তিনি আমাকে অনেক সাহায্য করেছেন। তার পরিকল্পনা মতোই বোলিং করেছি।’ বুকের ধন তাসকিনকে নিয়ে সব সময় উদ্বিগ্ন থাকেন বাবা-মা। সব সময়ই খোঁজ খবর নেন তারা ছেলের। তাদের মুখে হাসি ফোটাতে পেরে দারুন এক ভাললাগা অনুভুতি তাসকিনের ‘ বাবা-মা তো সব সময়ই টেনশন করে। তারা খুব খুশি। শুধু তাদের নয়, বাংলাদেশের সব মানুষকে খুশি করতে পেরে আমারও ভালো লাগছে।’
আগামী ৩ এপ্রিল ২২ তম জন্মদিন পালন করবেন তাসকিন শ্রীলংকায় বসে। ২৮তম জন্মদিন বিশেষভাবে উদযাপনে তামীম দিয়েছেন দেশবাসীকে উৎসবের উপলক্ষ্য, সাকিবের ৩০তম জন্মদিনটাও দারুন ভাবে পালন করতে পেরেছে টীমমেটরা। আগামী ১ এপ্রিল শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতে ২২তম জন্মদিনকে বিশেষভাবে পালনের মানসিক প্রস্তুতিও তাহলে নিচ্ছেন তাসকিন ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হ্যাটট্রিক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ