Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

এমবাপ্পের জন্য হ্যাটট্রিক সুযোগ ছাড়লেন মেসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৬ মে, ২০২২, ১২:০১ এএম

শিরোপা জয় নিশ্চিত হয়ে গেছে আগেই। ফ্রেঞ্চ লিগ ওয়ানে পিএসজির ম্যাচগুলো অনেকের কাছেই আর গুরুত্বপূর্ণ নয়! কিন্তু লিওনেল মেসির কাছে ব্যাপারটা সে রকম হওয়ার কথা নয়। বার্সেলোনা থেকে এ মৌসুমেই প্যারিসের দলটিতে নাম লেখানোর পর থেকেই যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। সমালোচনাও সইতে হচ্ছে আর্জেন্টাইন জাদুকরকে। তাই পিএসজির জন্য অগুরুত্বপূর্ণ ম্যাচেও নিজেকে ফিরে পাওয়ার লড়াই করতে হয় মেসিকে! নিজেকে ফিরে পাওয়ার সেই লড়াইয়ে কাল ভালোভাবেই সফল মেসি। পিএসজির জার্সিতে অন্যতম সেরা পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। জোড়া গোল করে মঁপিলিয়ের বিপক্ষে দলকে জিতিয়েছেন ৪-০ ব্যবধানে। এর চেয়েও বড় ব্যাপার ছিল হ্যাটট্রিক করার সুবর্ণ সুযোগ পেয়েও কিলিয়ান এমবাপ্পের জন্য তা বিলিয়ে দিয়েছেন!
ম্যাচের ৬ষ্ঠ মিনিটে পিএসজির প্রথম গোলটি করেন মেসি। সেই গোলে পরোক্ষ অবদান ছিল এমবাপ্পের। ২০ মিনিটে তার দ্বিতীয় গোলটি সরাসরি এমবাপ্পের ফরাসি স্ট্রাইকারের অসাধারণ পাস থেকে। ২৬ মিনিটে ব্যবধান ৩-০ করে পিএসজি। এবার স্কোরশিটে নাম লেখান আরেক আর্জেন্টাইন অ্যাঞ্জেল ডি মারিয়া। ৩-০ গোলে এগিয়ে যাওয়া পিএসজি একের পর এক আক্রমণ করে যেতে থাকে মঁপিলিয়ের রক্ষণে। এমবাপ্পের বুলেটগতির একটি শট ফিরে আসে পোস্টে লেগে। অবশেষে ব্যবধান বাড়ানোর সুযোগ পায় পিএসজি ৫৮ মিনিটে। বক্সের মধ্যে এমবাপ্পেকে মঁপিলিয়ের এক ডিফেন্ডার ফেলে দিলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এটা ছিল মেসির হ্যাটট্রিকের সুযোগ। কিন্তু মেসি যেন এমবাপ্পের অসাধারণ সেই পাসের প্রতিদান দিতে চাইলেন। এমবাপ্পেকে ইশারা করলেন পেনাল্টি কিক নেওয়ার জন্য। ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে স্কোরশিটে নাম লেখান এমবাপ্পে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এমবাপ্পের জন্য হ্যাটট্রিক সুযোগ ছাড়লেন মেসি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ