নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
সময়টা ভালো যাচ্ছিল না। দল ভাল করছে না, নিজে সেরাটা দিতে পারছেন না, বয়সও কথা বলছে তার হয়ে। তবে ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও জানালেন একদম ফুরিয়ে যাননি তিনি। টটেনহাম হটস্পারের বিপক্ষে দারুণ এক হ্যাটট্রিক করে দলকে জিতিয়েছেন। তাতে করে আরও এক রেকর্ডে নাম উঠেছে। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ড আগেই হয়েছে। এবার আন্তর্জাতিক ও ক্লাব ফুটবল মিলিয়ে সর্বোচ্চ গোলও এখন রোনালদোর। গতপরশু রাতে রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে টটেনহ্যামকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফিরেছে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে।
এমনিতে পেশাদার ফুটবলের (ক্লাব ও আন্তর্জাতিক) সম্মিলিত গোলের পরিসংখ্যান রাখে না ফিফা। এ নিয়ে আছে কিছু বিতর্কও। তবে আনঅফিসিয়াল পরিসংখ্যানবিদদের সংগঠন ‘আরএসএসএসএফ’-এর হিসাব অনুযায়ী, তৎকালীন চেকস্লােভাকিয়ার স্ট্রাইকার জোসেফ বিকানের গোল ৮০৫টি। এদিন তাকে ছাড়িয়ে রোনালদোর গোল সংখ্যা হলো ৮০৭। স্পোর্টিং লিসবন, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস ও পর্তুগালের হয়ে এই গোলগুলো করেছেন রোনালদো।
রেকর্ডের রাতে রোনালদো করেছেন ক্যারিয়ারে ৫৯তম হ্যাটট্রিক। ইউনাইটেডের জার্সিতে এবারের ফেরার পর করলেন প্রথম হ্যাটট্রিক। রিয়ালে যোগ দেওয়ার আগে এই ক্লাবের হয়ে সর্বশেষ হ্যাটট্রিক করেছিলেন ২০০৮ সালে। এই হ্যাটট্রিকের পথে আরও এক রেকর্ডে পা পড়ে তার। ৩৭ পেরুনো ফুটবলারদের মধ্যে প্রিমিয়ার লিগে এক ম্যাচে একাধিক গোল করা তৃতীয় ব্যক্তি রোনালদো। আগের দুজন টেডি শেরিংহাম ও গ্রাহাম অ্যালেকজান্ডার।
এদিন রোনালদোর গোল তিনটিও ছিল দেখার মতো। তার মুন্সিয়ানাতেই বারবার খেলায় ফেরে ইউনাইটেড। ১২ মিনিটে বক্সের অনেক বাইরে থেকে দূরপাল্লার শটে জালে জড়ান তিনি। পেনাল্টি পেয়ে গোল করে হ্যারি কেইন সমতায় ফিরিয়েছিলেন টটেনহ্যামকে।.৩৮ মিনিটে জায়গামত থাকার ফলে ফাঁকায় বল পেয়ে টোকা মেরে জালে জড়িয়ে ফের এগিয়ে দেন দলকে। ৭২ মিনিটে আত্মঘাতি গোলে ফের ম্যাচে এসেছিল সমতা। ৮১ মিনিটে হেডে হ্যাটট্রিক পুরো করে রোনালদো মাতেন উৎসবে।
আগামীকাল রাতে নিজেদের মাঠেই চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ম্যাচে অ্যাটলাটিকো মাদ্রিদের মুখোমুখি হবে ইউনাইটেড। তার আগে সেরা ছন্দে ফিরলেন রোনালদো। এই দুই দলের প্রথম লেগ ছিল ১-১ সমতায়।
একই রাতে ম্যাচ জুড়ে আμমণে আলো ছড়াল লিভারপুল। দুই অর্ধে মিলল জালের দেখা। ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে হারিয়ে লিগ টেবিলে ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান কমাল ইয়ুর্গেন ক্লপের দল। প্রিমিয়ার লিগে দুই হাজারতম গোলের মাইলফলক ছোঁয়ার ম্যাচ দারুণ জয়ে রাঙাল লিভারপুল। ম্যানচেস্টার ইউনাইটেডের পর দ্বিতীয় ক্লাব হিসেবে এই মাইলফলক স্পর্শ করল তারা। প্রতিপক্ষের মাঠে তারা জিতল ২-০ গোলে। লুইস দিয়াস দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান মোহামেদ সালাহ। μসবার বাধা হয়ে না দাঁড়ালে আরেকটি গোল পেতে পারতেন তারকা এই ফরোয়ার্ড। তবে তাতেই মিশরীয় জাদুকরের ইপিএলে অলরেডদের জার্সি গায়ে গোল হয়ে গেছে ৫০টি!
চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর ফিরতি লেগে গত মঙ্গলবার ঘরের মাঠে ইন্টার মিলানের বিপক্ষে ১-০ গোলে হেরেও দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে লিভারপুল। প্রিমিয়ার লিগে ফিরে ঠিকই জয়ের ধারা ধরে রাখল তারা। এটি তাদের টানা অষ্টম জয়। প্রিমিয়ার লিগে ২৯ ম্যাচে ১৪ জয় ও ৮ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে চারে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২৫ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পাঁচে নেমে গেছে আর্সেনাল। ২৭ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তিনে চেলসি। ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে লিভারপুল। সমান ম্যাচে ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ২৭ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে সাত নম্বরে আছে টটেনহ্যাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।