Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়ের সুবাস পাচ্ছে নিউজিল্যান্ড

| প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের এই দলের কারোরই কি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট জয়ের স্মৃতি আছে? না। প্রটিয়াদের বিপক্ষে কিউইরা সর্বশেষ টেস্ট জিতেছিল সেই ২০০৩-০৪ মৌসুমে, অকল্যান্ডে। এরপর কেটে গেছে একে একে ১৫টি ম্যাচ। যেখানে ১০টিতেই হার, বাকি ৫‘টি ড্র। সাকুল্যে ২৮ ম্যাচে মাত্র ৩ বার জয়ের রেকর্ড বø্যাক ক্যাপদের।
হঠাৎ এই পরিসংখ্যান কেন? কারণ, টানা ১৫ ম্যাচ পর জয়ের দ্বারপ্রান্তে নিউজিল্যান্ড। হ্যামিল্টন টেস্টে প্রথম ইনিংসের ঘাটতি মেটাতেই শেষ দিনে এখনো ৯৫ রান করতে হবে দক্ষিণ আফ্রিকাকে, হাতে আছে মাত্র ৫ উইকেট। বৃষ্টি বাগড়া না দিলে জয়ের আশা করতেই পারে স্বাগতিকরা।
৫৯ রানেই শীর্ষ ৫ ব্যাটসম্যানকে হারায় প্রটিয়ারা। আবারো ব্যর্থ হাশিম আমলা। বিদেশের মাটিতে এ নিয়ে টানা ৫ সিরিজে কোনো শতক নেই আমলার। ব্যর্থতার তালিকায় ডেন এলগার, অভিষিক্ত ডি ব্রæইন, জেপি ডুমিনি ও টিম্বা বাভুমাও। ২১ রানের জুটিতে এই অবস্থা থেকে বের হওয়ার ইঙ্গিত দিয়ে রেখেছেন অধিনায়ক ফাফ ডু প্লেসি ও কুইন্টন ডি কক। তবে উজ্জীবিত স্বাগতিক বোলারদের সামনে তাদের এই প্রতিরোধ কতক্ষণ টিকবে এটাই এখন দেখার। লিড নিতেই এখনো ৯৫ রান করতে হবে হবে ডু প্লেসিদের।
প্রথম ইনিংসে সফরকারীদের ৩১৪ রানের জবাবে স্বাগতিকরা তৃতীয় দিন শুরুই করেছিল ৭ রানে এগিয়ে থেকে। ১৪৮ রানে ব্যাটে ছিলেন কেন উইলয়ামসন, ১৩ রানে মিচেল স্যান্টনার। পঞ্চম উইকেটের জুটিটো ৮৮ রানে নিয়ে ব্যাক্তিগত ১৭৬ রানে মর্কেলের বলে ফিল্যান্ডারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন উইলিয়ামসন। দেশের মাটিতে প্রটিয়াদের বিপক্ষে এটি সর্বোচ্চ ইনিংস। ২৮৫ বলে ১৬টি চার ও ৩ ছক্কায় ইনিংসটি সাজান কিউই অধিনায়ক। ৪১ রান করে ফেরেন স্যান্টনারও। পরে ক্যারিয়ারের প্রথম ফিফটিতে ছোট কিন্তু কার্যকরী কয়েকটি জুটিতে নেতৃত্ব দেন ডি গ্র্যাডহোম। দলীয় সংগ্রহটা হয় ৪৮৯, লিড এসে যায় ১৭৫ রানের।
তিন ম্যাচের সিরিজে এটি শেষ টেস্ট। ১-০তে এগিয়ে দক্ষিণ আফ্রিকা।

সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা : ৩১৪ ও ৩৯ ওভারে ৮০/৫ (এলগার ৫, ডি ব্রুইন ১২, আমলা ১৯, ডুমিনি ১৩, ডু প্লেসি ১৫*, বাভুমা ১, ডি কক ১৫*; হেনরি ১/২০, ডি গ্র্যান্ডহোম ১/১৫, ওয়াগনার ০/১৬, প্যাটেল ২/২২, স্যান্টনার ০/৭)।
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ১৬২.১ ওভারে ৪৮৯ (আগের দিন ৩২১/৪) (উইলিয়ামসন ১৭৬, স্যান্টনার ৪১, ওয়াটলিং ২৪, ডি গ্র্যান্ডহোম ৫৭, হেনরি ১২, প্যাটেল ৫, ওয়াগনার ০*; ফিল্যান্ডার ০/৭৯, মর্কেল ৪/১০০, রাবাদা ৪/১২২, মহারাজ ২/১১৮, ডুমিনি ০/৩৮, এলগার ০/১৩, বাভুমা ০/৭)।
দক্ষিণ আফ্রিকা ৯৫ রানে পিছিয়ে, হাতে ৫ উইকেট। চতুর্থ দিন শেষে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জয়

১৮ ডিসেম্বর, ২০২২
১৭ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ