নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : প্রায় এক যুগ পর ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বপ্নটা ফিকে হয়ে গেল স্টিভেন স্মিথের অস্ট্রেলিয়ার। বোর্ডার-গাভাস্কার ট্রফি দখলে নিতে ধর্মশালার চতুর্থ দিনে আজ মাত্র ৮৭ রান করতে হবে ভারতকে, এজন্য তাদের হাতে আছে পুরো ১০ উইকেট।
দলের সেরা তিন ভরসার নাম ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ ও স্টিভেন স্মিথ যখন সাজঘরে ফেরেন তখন প্রথম ইনিংসের ৩২ রানের ঘাটতিও পূরণ হয়নি অস্ট্রেলিয়ার। কুমার-জাদব-জাদেজা-আশ্বিনদের চতুর্মুখী আক্রমণে সেই ধারা থেকে বের হতে পারেনি বাকি ব্যাটসম্যানরাও। ইনিংসের শুরু আর শেষে নতুন বলে আগুন ঝরালেন উমেশ যাদব, মাঝে পুরোনো বলে ঘূর্ণি জালে সফরকারীদের মাত্র ১৩৭ রানে বেঁধে ফেলেন আশ্বিন জাদেজা। তিন বোলারের প্রত্যেকেই নেন তিনটি করে উইকেট। স্মিথের মহামূল্যবান উইকেটটি নেন ভুবেনেশ্বর কুমার, ইনসাইড এজ বোল্ড করে। গেøন ম্যাক্সওয়েলের ব্যাটে প্রতিরোধের বার্তা আসলেও তাকেও থামতে হয় ৪৫ রানে।
এর আগে ৫২ রানে পিছিয়ে হাতে ও হাতে চার উইকেট নিয়ে দিন শুরু করেছিলেন জাদেজা ও ঋদ্ধিমান শাহা। ব্যাট হাতে আবারো ত্রাতার ভ‚মিকায় দেখা দেন জাদেজা। তার ইনিংস সর্বোচ্চ ৬৩ রানেই প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৩০০ রানের জবাবে ৩২ রানের মহামূল্যবান লিড পায় ভারত। কোহলি-রাউল-বিজয়দের সাথে মৌসুমের ৬টি পঞ্চাশোর্ধো ইনিংস এখন জাদেজারও।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া : ৩০০ ও ৫৩.৫ ওভারে ১৩৭ (রেনশ ৮, ওয়ার্নার ৬, স্মিথ ১৭, হ্যান্ডসকম্ব ১৮, ম্যাক্সওয়েল ৪৫, মার্শ ১, ওয়েড ২৫*, কামিন্স ১২, স্টিভেন ও’কিফে ০, লায়ন ০, হ্যাজেলউড ০; ভুবনেশ্বর ১/২৭, উমেশ ৩/২৯, কুলদিপ ০/২৩, জাদেজা ৩/২৪, অশ্বিন ৩/২৯)।
ভারত : ৩৩২ ও ৬ ওভারে ১৯/০ (লক্ষ্য ১০৫) (রাহুল ১৩*, বিজয় ৬*; কামিন্স ০/১৪, হেইজেলউড ০/৫, ও’কিফ ০/০)। জয়ের জন্য ভারতের দরকার ৮৭ রান, এজন্য হাতে আছে ১০ উইকেট।
*তৃতীয় দিন শেষে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।