পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
স্টাফ রিপোর্টার : ইউসেপ বাংলাদেশ পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিয়ে উত্তীর্ণ ১৮৭ জন শিক্ষার্থীর হাতে সনদ তুলে দিয়েছে মোবাইল ফোন অপারেটর রবি। অপারেটরটির কর্পোরেট দায়বদ্ধতা কর্মসূচির আওতায় চট্টগ্রামে পরিচালিত এ প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করেছে এই তরুণ-তরুণীরা। ‘গড়ি নিজের ভবিষ্যৎ’ নামে ১৫ মাসব্যাপী প্রকল্পটির মাধ্যমে রবি চট্টগ্রামের সুবিধাবঞ্চিত তরুণ-তরুণীদের জন্য ইন্ডাসস্ট্রিয়াল সিউয়িং মেশিন পরিচালনা, ইলেক্ট্রনিকস ও মোবাইল সার্ভিসিং-এর উপর কারিগরি প্রশিক্ষণ প্রদান করছে। গতকাল (রোববার) চট্টগ্রামের আমবাগানে ইউসেপ প্রশিক্ষণ কেন্দ্রে একটি সনদ প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আব্দুস সালাম।
উত্তীর্ণদের হাতে সনদ তুলে দেন রবি’র চিফ কর্পোরেট এবং পিপল অফিসার মতিউর ইসলাম নওশাদ। এ সময় রবি’র ইস্টার্ন ক্লাস্টার মার্কেটের ক্লাস্টার মার্কেট ডিরেক্টর নাজির আহমেদ এবং ইউসেপ’র চিফ এক্সিকিউটিভ অফিসার জাকি হাসান উপস্থিত ছিলেন।
কারিগরি প্রশিক্ষণ কর্মসূচীর মান নিশ্চিত করতে ইউসেপ বাংলাদেশ উত্তীর্ণদের জন্য কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি) থেকে মূল্যায়ন ও সনদের ব্যবস্থা এবং তাদের সংশ্লিষ্ট শিল্পে চাকরি পেতে সহায়তা করছে। ভবিষ্যতে ইউসেপ বাংলাদেশের সাহায়তায় দেশের অন্যান্য অঞ্চলে এই কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে রবি’র।
অনুষ্ঠানে রবি’র চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউর ইসলাম নওশাদ বলেন, সমাজের সুবিধাবঞ্চিত যুবসমাজের পাশে দাঁড়ানোর সুযোগ পেয়ে আমরা আনন্দিত। ‘গড়ি নিজের ভবিষ্যৎ’-এর মাধ্যমে আমরা সুবিধাবঞ্চিত কিছু তরুণ-তরুণীকে প্রযুক্তিগতভাবে দক্ষ করার মাধ্যমে তাদের নিজস্ব ভবিষ্যত গড়তে সহায়তা করছি। এটি আমাদের জন্য গর্বের বিষয় যে উত্তীর্ণ তরুণ-তরুণীরা ইতোমধ্যে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন। এই প্রকল্পে সার্বিক সহযোগিতার জন্য ইউসেপ বাংলাদেশকে আমরা ধন্যবাদ জানাই। অনুষ্ঠানে রবি’র মিডিয়া রিলেশন্স’র ম্যানেজার আশিকুর রহমান, কর্পোরেট রেসপন্সিবিলিটি’র ম্যানেজার নাদিয়া খন্দকার ও শফিকুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।