পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার
১১ সহ¯্রাধিক হজযাত্রী’র কোটা খালি রেখেই চলতি বছরে হজে গমনেচ্ছু ৯০ হাজার ৪শ’ ৮৭জন হজযাত্রীর নিবন্ধন সম্পন্ন করা হয়েছে। এর মধ্যে রাত ৮টা পর্যন্ত সরকারী ব্যবস্থাপনায় রেজিষ্ট্রেশন ভাউচার তৈরি হয়েছে ৪ হাজার ৮শ’৩৯জনের এবং চূড়ান্ত নিবন্ধন করেছে ৪ হাজার ৬শ’ ৬৬জন। বেসরকারী ব্যবস্থাপনায় রেজিষ্ট্রেশন ভাউচার তৈরি করেছে ৮৬ হাজার ৩শ’ ৯৬জনের এবং চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করেছে ৮৫ হাজার ৮শ’ ২১জনের। ব্যাংক কর্তৃক নিবন্ধন প্রক্রিয়াধীন রয়েছে ২৪ জন হজযাত্রী। উল্লেখ্য, পুনরায় নোটিশ প্রদান না করা পর্যন্ত আইটির নিবন্ধন সার্ভারে সংশ্লিষ্ট সকল হজ এজেন্সির ইউজার এক্সেস বন্ধ থাকবে । সউদী-বাংলাদেশ দ্বি-পাক্ষিক হজ চুক্তি অনুযায়ী চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭শ’ ৫৮জন হজযাত্রী হজ করতে সউদী আরবে যেতে পারবেন। এর মধ্যে সরকারী ব্যবস্থাপনায় ১০ হাজার কোটা রাখা হলেও সরকারী অর্ধেক কোটাও পূরণ করা সম্ভব হয়নি। চলতি বছর প্রায় ১ লাখ ৪০ হাজার হজযাত্রী প্রাক-নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন। ধর্ম মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান সউদী হজ মন্ত্রীর কাছে অতিরিক্ত ১০ হাজার হজযাত্রীর কোটা চেয়ে লিখিত আবেদন পাঠিয়েছেন। এ ব্যাপারে সউদী সরকার এখনো কোনো সিদ্ধান্ত জানায় নি। এদিকে, যেসব হজযাত্রী’র মাহরামের নিবন্ধন হয়নি এবং মা’র হয়েছে, শিশুর নিবন্ধন হয়নি সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এ নিয়ে সংশ্লিষ্ট হজযাত্রীরা চরম হতাশায় দিন কাটাচ্ছেন। হাব চট্রগ্রাম জোনের সাবেক চেয়ারম্যান আলহাজ শরীয়ত উল্লাহ শহিদ গতকাল এক বিবৃতিতে যেসব হজযাত্রীদের মাহরামের নিবন্ধন হয়নি তাদের ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত দিয়ে চূড়ান্ত নিবন্ধনের সুযোগ দেয়ার জোর দাবী জানিয়েছেন। #######
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।