নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : দু’দফায় শ্রীলংকা ক্রিকেটের প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়েছেন জয়সুরিয়া। তার দায়িত্বের দুই মেয়াদেই শ্রীলংকাকে হতভম্ব করেছে বাংলাদেশ দল। ২০১৩ সালে লংকান লিজেন্ডারী জয়সুরিয়া যখন প্রধান নির্বাচক, তখন শ্রীলংকা সফরে গল টেস্ট কর্তৃত্ব নিয়ে করেছে ড্র বাংলাদেশ, পাল্লেকেলেতে ওয়ানডে জিতে ১-১ এ সিরিজ ড্র করেছে। রাজনীতি ছেড়ে দিয়ে প্রধান নির্বাচক হিসেবে দলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন এখন। দেখছেন বাংলাদেশ দলের কাছে শ্রীলংকার অসহায়ত্ব। গল টেস্টে শ্রীলংকা যখন জয়ের কাছাকাছি, তখন বর্তমান দলটিকে নিয়ে পোষণ করেছিলেন জয়সুরিয়া উচ্চাশা। বলেছিলেনÑ ‘শ্রীলংকার তরুণ দলটিকে নিয়ে এই মুহূর্তে তৈরি করার চেষ্টা করছি। বেশ ক’জন মেধাবী তরুণকে পেয়েছি। তাদেরকে সুযোগ দিচ্ছি এবং তারা ভালো খেলছে।’ আর বাংলাদেশ দলকে টেস্টে ভালো করতে দিয়েছিলেন উপদেশÑ ‘কেউ যদি সুযোগ পায়, তাহলে সে যদি কুশল মেন্ডিজের মতো বড় সেঞ্চুরি করে, তা দলের জন্য সহায়ক হবে।’
সেই জয়সুরিয়ার চোখ এখন ছানাবড়া। পি সারা ওভালে বাংলাদেশের শততম টেস্টে শ্রীলংকার অসহায়ত্ব দেখেছেন, ডাম্বুলায় বাংলাদেশের কাছে দেখেছেন শ্রীলংকার বিপর্যয়। মাত্র ১৭ দিনের মধ্যে সুর পাল্টে ফেলেছেন। সাঙ্গাকারা, মাহেলা, মালিঙ্গা, দিলশান উত্তর যে দলটিকে নিয়ে স্বপ্নের জাল বুনেছেন, পরিস্থিতির মুখে এখন সেই দলটির উপরেই রাখছেন জয়সুরিয়া বাংলাদেশকে। দু’দলের মধ্যে অভিজ্ঞতার ব্যবধানটি শ্রীলংকাকে নামিয়ে এনেছে ব্যাকফুটে, তা মানতে বাধ্য এখন তিনিÑ ‘আমাদের সিনিয়র ক্রিকেটারদের অবসরের পর থেকে গত সাত-আট মাস আমরা তরুণ ক্রিকেটারদের সুযোগ দিচ্ছি। এখানে কিছুটা উত্থান-পতন থাকবে। সেখানে বাংলাদেশ ওদের ব্যাটিং অর্ডারে পেয়েছে অভিজ্ঞ ক্রিকেটারদের।’
ওয়ানডে ক্রিকেটের এক সময়ের সেনসেশন বাংলাদেশ দলের ব্যাটিং গভীরতা দেখে রীতিমতো মুগ্ধÑ ‘ব্যাটিং ইউনিট হিসেবে বাংলাদেশের দলে অনেক ইতিবাচক দিক আছে। ব্যাটিংয়ে বাংলাদেশ ভালো করছে। গেম প্লান নিয়ে তারা অনেক কাজ করে। তাদের টপ অর্ডারে চার ব্যাটসম্যান রানে আছে। দলটিতে অভিজ্ঞ এবং তারুন্যে মিশেল। প্রথম চার ব্যাটসম্যান রান করুক, এটা যে কোন দলই চাইবে। এখানেই এগিয়ে গেছে বাংলাদেশ। সেখানে আমরা একটা অন্তবর্তীকালীন সময়ে আছি।’
বাংলাদেশের বোলিং-ফিল্ডিংয়ের প্রশংসাও করেছেন জয়সুরিয়াÑ ‘২ দলের মধ্যে প্রথম ওয়ানডে ম্যাচে পার্থক্য হচ্ছে, আমরা স্কোর বোর্ডে রান জমা করতে পারিনি। আর বাংলাদেশের ক্রিকেটাররা রান পাচ্ছে। আমাদের ফিল্ডিং এবং বোলিংয়েও ভালো করতে হবে। কারণ, বোলিং, ফিল্ডিং ইউনিট হিসেবেও ওরা ভালো করছে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।