Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবার লেভার ৬০০

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

পরশু রাতটা বিশেষভাবেই করে মনে রাখবেন রবার্ট লেভান্দোভস্কি। এই রাতেই যে, ক্যারিয়ারের ৬০০তম গোলের মাইলফলক অর্জন করলেন পোলিশ স্ট্রাইকার। বর্তমান প্রজন্মের ফুটবলারদের মধ্যে এই কীর্তি আছে শুধুমাত্র ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির। লেভার এমন মাইলফলকের রাতে তার দল বার্সালোনা ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ভিয়ারিয়ালকে। আগের ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে হেরেছিল বার্সা। তবে নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে ম্যাচের ৩১তম মিনিটে জর্ডি আলবার বাড়ানো ক্রস থেকে গোল করেন লেভানদোভস্কি। এতেই ৬০০ গোলের দারুণ মাইলফলক পূরণ হয়ে যায় এই পোলিশের। মিনিট চারেক পর গাভির কাছ থেকে বল পেয়ে বক্সে ঢুকেই দারুণ এক শটে নিজের এবং দলের গোল দ্বিগুণ করেন এই স্ট্রাইকার। ৩৮তম মিনিটে তরুণ উইঙ্গার আনসু ফাতি স্কোর লাইন করেন ৩-০, খেলাও শেষ হয় এই ব্যবধানে -টুইটার



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এবার লেভার ৬০০

২২ অক্টোবর, ২০২২
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ