Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এবারও হচ্ছে না ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২১ অক্টোবর, ২০২২, ১২:০১ এএম

দেশের করোনা পরিস্থিতির কারণে গত দুই বছর অনুষ্ঠিত হয়ন এশিয়ার সবচেয়ে বড় লোকসঙ্গীতের অনুষ্ঠান ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’-এর ষষ্ঠ আসর। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও এ বছর হচ্ছে না আসরটি। আয়োজক প্রতিষ্ঠান মিডিয়াকম লিমিটেডের চিফ অপারেটিং অফিসার অজয় কুমার কুণ্ড জানিয়েছেন, এটি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কিছু কারণে হচ্ছে না। এর বেশি কিছু তিনি বলতে চানানি। উল্লেখ্য, সর্বশেষ ২০১৯ সালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে এই উৎসব অনুষ্ঠিত হয়। স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও সান ফাউন্ডেশনের আয়োজনে ২০১৫ সালে প্রথমবারের মতো পাঁচ দেশের শতাধিক শিল্পী নিয়ে আয়োজিত হয় ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট। এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় লোকশিল্পীরা অংশ নেন। উৎসবটি দর্শকরা বিনামূল্যে উপভোগ করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এবারও হচ্ছে না ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ