Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে বিনামূল্যে ওষুধ বিতরণ

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

গফরগাঁও উপজেলা সংবাদদাতা : গফরগাঁও পৌরসভাসহ উপজেলার ১৫টি ইউনিয়নে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে গতকাল রোববার দিনব্যাপী। এ উপলক্ষ্যে সকালে গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুল প্রাঙ্গণে কুচকাওয়াজ প্রতিযোগিতার আয়োজন করা হয় । এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এতে অংশ গ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-১০(গফরগাঁও) আসনের জাতীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল ও বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন (বাদল) ,পৌর মেয়র ইকবাল হোসেন (সুমন) ,উপজেলা নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ শংকর কুন্ডু ,সহকারী কমিশনার ভূমি শেখ শামছুল আরেফিন, জাতীয় সংসদ সদস্যর একান্ত সচিব মো. মাসুদ হোসেন সোহেল ,গফরগাঁও ইসলামিয়া সরকারি হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম শিকদার। উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অপর দিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে হামদর্দ গফরগাঁও শাখার উদ্যোগে গরীব, অসহায় ও দুঃস্থ রোগীদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়। এ কর্মসূচি উদ্ধোধন করেন, গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক ফকির এ মতিন। এ সময় উপস্থিত ছিলেন হামদর্দ গফরগাঁও শাখা ব্যবস্থাপক মো. আবদুল ওয়াদুদ, হামদর্দের ডা. মো. আরিফুল আজাদ, গফরগাঁও প্রেসক্লাবের সভাপতি মো. আতাউর রহমান মিন্টু, গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি মুহাম্মদ আতিকুল্লাহ ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেনসহ হামদর্দের অন্যান্য প্রতিনিধি বৃন্দ। বহু নারী-পুরুষ, শিশুসহ সকল ধরনের রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করা হয়। হতদরিদ্র রোগী মিসেস মজিদা খাতুন জানান, হামর্দদের এ ধরনের উদ্যোগে আমরা গরীবদের জন্য খুব উপকার হয়েছে। জাতীয় বিশেষ দিনে এ ধরনের উদ্যোগকে সফলতার কামনা করছি। গফরগাঁও শাখার হামর্দদের ম্যানেজার এম এ ওয়াদুদ জানান, প্রতিবছর বিশেষ দিন গুলোতে হামর্দদ এ ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিতরণ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ