Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে খসরু চৌধুরীর পক্ষ থেকে কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২৩, ৯:০১ পিএম

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ মো. খসরু চৌধুরী কর্তৃক প্রতিষ্ঠিত কেসি ফাউন্ডেশনের পক্ষ থেকে ঢাকা-১৮ আসনের ৭টি থানা ও ১৪টি ওয়ার্ড এলাকায় কম্বল বিতরণ করা হয়েছে।

শীতের শুরু থেকেই ধারাবাহিকভাবে প্রতিদিনই কম্বল বিতরণ করা হচ্ছে। আজ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৭নং ওয়ার্ডের খন্দকার স্কুলে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

কম্বল বিতরণ কালে কেসি ফাউন্ডেশন ও নিপা গ্রুপের চেয়ারম্যান খসরু চৌধুরী সিআইপি বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।

কেসি ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক শাহআলম বলেন, আমরা কেসি ফাউন্ডেশনের চেয়ারম্যান খসরু চৌধুরী সিআইপির পক্ষ থেকে গত ১০ দিন যাবৎ ঢাকা-১৮ আসনের ১৪টি ওয়ার্ডে ১৫ হাজারের অধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছি। আমাদের কম্বল বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। শীত শেষ না হওয়া পর্যন্ত কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কম্বল বিতরণ

১৮ জানুয়ারি, ২০১৯
১৩ জানুয়ারি, ২০১৯
১২ জানুয়ারি, ২০১৯
৩১ জানুয়ারি, ২০১৬

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ