পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় গরিব, দুস্থ, অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছে সোনালী ব্যাংক লিমিটেড। মঙ্গলবার (৪ জানুয়ারি) রাতে রাজধানীর বিভিন্ন স্থানে গবির, দুস্থ ও অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল ও মশারি বিতরণ করেন ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম।
এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ, সুভাষ চন্দ্র দাস, কাজী মো. ওয়াহিদুল ইসলাম, জেনারেল ম্যানেজার মো. রেজাউল করিম, তাওহিদুল ইসলাম, মো. আব্দুল কুদ্দুস ও মো. মনিরুজ্জামানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিএসআরের আওতায় ঢাকার পাশাপাশি সারা দেশে দুস্থ ও অসহায় শীতার্তদের মধ্যে কম্বল ও মশারি বিতরণ করছে ব্যাংকটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।