Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঠ্য পুস্তক উৎসব দিবসে বিনামুল্যে বই বিতরণ

ঝিনাইগাতী (শেরপুর) থেকে প্রতিনিধি | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২৩, ৩:৪৩ পিএম

সারা দেশের ন্যয় শেরপুরের ঝিনাইগাতীতে ২০২৩ শিক্ষাবর্ষে বিনামুল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম, পাঠ্যপুস্তক উৎসব দিবস ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১ জানুয়ারী রবিবার ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে পাঠ্য পুস্তক উৎসব দিবসের উদ্বোধন করেন, প্রধান অতিথি ও বিদ্যালয়ের সভাপতি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আল মাসুদ।
ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হামিদের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক রোস্তম আলীর উপস্থাপনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে সহকারি কমিশনার(ভুমি) আশরাফুল কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন দিলদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ বেলায়েত হোসেন, উপজেলা প্রেস ক্লাব সভাপতি হারুন উর রশিদ দুদু প্রমুখ বক্তব্য রাখেন। । সভা শেষে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের নতুন বই প্রদান করেন অতিথিগণ। এর আগে ঝিনাইগাতী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়েও আনুষ্ঠিক ভাবে বই বিতরণ উৎসবের শুভ উদ্বোধন করেন ইউএনও মো: ফারুক আল মাসুদ। অনুষ্ঠাণ দুটিতেই শিক্ষার্থী, অভিভাবক, সুধীমহল,সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ