Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সিংড়ায় বিনামূল্যে গ্রীষ্মকালীন বীজ-সার ও ঔষুধ বিতরণ

সিংড়া,(নাটোর) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ৪ অক্টোবর, ২০২২, ৭:২৬ পিএম

নাটোরের সিংড়ায় মঙ্গলবার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও সার বিতরণ। অপরদিকে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিস হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় ৯০ জন কৃষককে ১কেজি পেঁয়াজ বীজ এবং ২০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান,মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজি উপস্থিত ছিলেন। কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা জানান, অসময়ে পেঁয়াজের ঘারতি মেটাতে বিনামূল্যে বীজ ও সারের পাশাপাশি পেঁয়াজের প্রদর্শনী প্লট বাবদ আরো আনুসাঙ্গিন সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। অপরদিকে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়। পৌর শহরের দমদমা দত্তপাড়া দূর্গা মন্দির কমিটির আয়োজনে প্রায় ৩ হাজার রোগীকে ফ্রি চিকিৎসা ও ৫লক্ষ টাকার ওষুধ বিতরণ করা হয়। উদ্দোক্তা ডাঃ শান্তনু কুমার সাহা বলেন, প্রতিবছর দূর্গা পূজায় বিনামূল্যে এচিকিৎসা সেবা দিয়ে থাকি। আমরা সবসময় সেবার মাধ্যমে মানুষের পাশে থাকতে চাই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঔষুধ বিতরণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ