Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

টাইটেল স্পন্সর ম্যাক্স গ্রুপ আজ থেকে শুরু ইমার্জিং টিম এশিয়া কাপ

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ ক্রিকেট দল শ্রীলংকা সফর করছে বলে ইমার্জিং টিম এশিয়া কাপ প্রচারের আড়ালেই থাকছে অনেকটা। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নিয়মিত আয়োজনের এই আসরের পরিধি ছোট নয়। গুরুত্বটাও যথেষ্ট। ৪ বছর আগে এই টুর্নামেন্টের আবিষ্কার শ্রীলংকার ডিকভেলা, কুশল মেন্ডিজ, পাকিস্তানের বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ভারতের লোকেশ রাহুল, আস্কার প্যাটেল, বুমরাহ। বাংলাদেশের লিটন দাস, সৌম্য সরকার, সাব্বির রহমানও এই টুর্নামেন্টের আবিষ্কার। সে কারণেই এশিয়ার চার পরাশক্তির অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে আফগানিস্তান, মালয়েশিয়া, নেপাল, হংকংকে নিয়ে আজ থেকে অনুষ্ঠেয় এই টুর্নামেন্টটি ভবিষ্যতের ক্রিকেটার বেছে নেয়ার অন্যতম মানদন্ডে পাচ্ছে রূপ। চট্টগ্রামের ২টি এবং কক্সবাজারের ২টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। ‘এ’ গ্রুপের দলগুলো (ভারত, শ্রীলংকা, আফগানিস্তান, মালয়েশিয়া) খেলবে চট্টগ্রামে। অন্যদিকে ‘বি’ গ্রুপের ৪ দল বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, হংকং খেলবে কক্সবাজারে প্রথম রাউন্ড। আজ উদ্বোধনী দিনে কক্সবাজারে লোকাল হিরো মুমিনুলের নেতৃত্বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল উদ্বোধনী ম্যাচে অবতীর্ণ হবে হংকংকের।
এদিকে টুর্নামেন্ট শুরুর আগের দিন (গতকাল) আয়োজক কমিটি পেয়েছে টাইটেল স্পন্সর। ব্রিজ, কালভার্ট এবং সড়ক নির্মাতা প্রতিষ্ঠান ম্যাক্স গ্রæপ এই টুর্নামেন্টের টাইটেল স্পন্সর। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষনা দিয়েছে আয়োজক কমিটি। ফলে টুর্নামেন্টের নাম হয়েছে ‘ম্যাঙ্গ গ্রুপ ইমার্জিং টিম এশিয়া কাপ।’ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবি’র পরিচালক লোকমান হোসেন ভুঁইয়া, বিসিবি’র প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন এবং স্পন্সর কোম্পানির পক্ষে ম্যাক্স গ্রæপের কর্ণধার গোলাম মোহাম্মদ আলমগীর।
ইমার্জিং কাপে বাংলাদেশ দল : মুমিনুল (অধিনায়ক), নাসির, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মো: মিঠুন, ইয়াসির আলী, নাইম হাসান, সাইফ উদ্দিন, আবুল হাসান রাজু, আবু হায়দার রনি, আজমির আহমেদ, রাহাতুল ফেরদৌস, আফিফ হোসেন, সালমান হোসেন ও নাসুম আহমেদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কাপ

১৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ