Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লায়নে অস্ট্রেলিয়ার জবাব

| প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ম্যাট রেনশ ক্যাচ দুটি মিস না করলে আরো চওড়া হাসি নিয়েই মাঠ ছাড়তে পারত অস্ট্রেলিয়া। প্রথম ক্যাচটি ছিল দিনের প্রথম ঘণ্টায় লোকেশ রাহুলের, যার ব্যাট থেকে এসেছে ভারতের সর্বোচ্চ ৬০ রানের ইনিংস। দ্বিতীয়টি দিনের শেষভাগে ঋদ্ধিমান শাহার, যার ব্যাটে লিড নেয়ার স্বপ্ন দেখছে ভারত। তবে শেষ সেশনে চার উইকেট নিয়ে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছে অস্ট্রেলিয়া। এখনো ৫২ রানে পিছিয়ে অজিঙ্কে রাহানের দল, হাতে ৪ উইকেট।
লিড নিতে হলে অবশ্য কঠিন লড়াই করতে হবে স্বাগতিকদের। ধর্মশালার পিচ তেমন ইঙ্গিতই দিচ্ছে। দ্বিতীয় দিনে যে পিচ হঠাৎ এমন বাউন্সি আচরণ করবে তা হয়তো ভাবেনি অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। প্রথম দুই সেশনে তো নয়-ই। ২১ রানে মুরালি বিজয়কে হারানোর ধাক্কাটা রাহুল-পুজারা সামলে নিয়েছিলেন ৮৭ রানের জুটিতে। পুজারাকে হারিয়ে দলীয় ১৫৩ রানে চা বিরতিতে যায় সাবধানী ভারত। ফিরে প্রথম ওভারেই লায়নের শিকার হন আগের টেস্টের ডাবল সেঞ্চুরিয়ান চেতস্বর পুজারা (৫৭)। এরপর একে একে রাহানে (৪৬), করুন নায়ার (৫) ও রবিচন্দ্রন আশ্বিনকেও (৩০) ফেরান লায়ন। ২ উইকেটে ১৫৭ থেকে স্বাগতিক স্কোর হয়ে যায় ৬ উইকেটে ২২১। প্রথম ইনিংসে ৩০০ রান করেও লিড নেয়ার স্বপ্ন দেখতে থাকে অজিরা। এই অবস্থা থেকে উল্টো ভারতকে লিডের স্বপ্ন দেখাচ্ছেন দুই অপরাজিত ব্যাটসম্যান ঋদ্ধিমান শাহা (১০) ও রবিন্দ্র জাদেজা (১৬)। দিন শেষে তাদের সংগ্রহ ৬ উইকেটে ২৪৮।
তবে লায়ন-ও’কিফেরা নিয়ন্ত্রিত বল করলে ভারতের জন্য কাজটা কঠিন হতে বাধ্য। ভয়ঙ্কর সব ডেলিভারিতে ৬৭ রানে ৪ উইকেট নিয়ে সেই ইঙ্গিতই দিয়ে রাখলেন দিনের নায়ক লায়ন। ডানহাতি অফস্পিনার এও বলে রাখলেন, ‘সিরিজের এখনো অনেক কিছুই বাকি।’ বোর্ডার-গাভাস্কার ট্রফিটি ১-১ সমতায় থাকায় ‘ভারত এখন চাপের মুখে’ বলেও জানান তিনি।
সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৩০০
ভারত ১ম ইনিংস : ৯১ ওভারে ২৪৮/৬ (রাহুল ৬০, বিজয় ১১, পুজারা ৫৭, রাহানে ৪৬, নায়ার ৫, আশ্বিন ৩০, শাহা ১০*, জাদেজা ১৬*; হ্যাজেলউড ১/৪০, কমিন্স ১/৫৯, লায়ন ৪/৬৭, ও’কিফে ০/৬৯)।
ভারত ৪ উইকেট হাতে নিয়ে ৫২ রানে পিছিয়ে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জবাব

১৯ সেপ্টেম্বর, ২০২২
৯ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ