মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কর্ণাটকের হিজাব বিতর্কের রেশ ছড়িয়েছে গোটা দেশে। বিনোদুনিয়ার তারকারাও মুখ খিলেছেন এপ্রসঙ্গে। দিন কয়েক আগেই প্রতিবাদ করেছিলেন কমল হাসান, জাভেদ আখতার। এবার হিজাব-কাণ্ড নিয়ে প্রকাশ্যেই তরজায় জড়ালেন দুই অভিনেত্রী- কঙ্গনা রানাউত ও শাবানা আজমী।
ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লিখেছেন, যদি অত সাহস দেখাতেই হয়, তাহলে আফগানিস্তানে বোরখা না পরে দেখাক দেখি। খাঁচাবন্দি হয়ে নয়, মুক্ত হতে শিখুন। ইরানে হিজাব পরা নিয়ে মহিলাদের এক আন্দোলনের টুইটের প্রতিক্রিয়া শেয়ার করে একথা বলেন বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’। নজর এড়ায়নি শাবানা আজমির। কঙ্গনা ইনস্টা-স্টোরির স্ক্রিনশট নিয়ে পাল্টা টুইট করে মোক্ষম জবাব দেন।
শাবানা লিখেছেন, আফগানিস্তান তো ধর্মপ্রধান দেশ। আমি যদি ভুল বলে থাকি, তাহলে শুধরে দেবেন। আর শেষ যখন খোঁজ নিয়েছিলাম, জানতে পেরেছিলাম ভারত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এক রাষ্ট্র! প্রসঙ্গত, কঙ্গনা-জাভেদ মামলা কারোরই অজানা নয়। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রকাশ্যে জাভেদকে কটুক্তি করেছিলেন কঙ্গনা। যার প্রেক্ষিতে গীতিকার মানহানির মামলা করেন অভিনেত্রীর বিরুদ্ধে। শাবানার সঙ্গেও একাধিকবার নেটমাধ্যমে বাক-বিতণ্ডায় জড়িয়েছেন কঙ্গনা। সূত্রপাত যদিও তার দিক থেকেই হত। তবে এবার শাবানাই এগিয়ে এসে কঙ্গনার মন্তব্যের পাল্টা দিলেন।
প্রসঙ্গত, সম্প্রতি কর্ণাটকের উদুপির এক সরকারি শিক্ষাঙ্গনে হিজাব পরিহিত পড়ুয়াদের ক্লাস না করতে দেওয়ার ঘটনা ঘটে। সংশ্লিষ্ট রাজ্যের বিভিন্ন অঞ্চলে এই নিয়ে দফায় দফায় অশান্তির সূত্রপাত। কোথাও পাথর ছোঁড়াছুড়ির মতো ঘটনা ঘটে, আবার কোথাও বা লাঠিচার্জ হয়। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে ওঠে যে, যার জেরে তিন দিন স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দেয় কর্ণাটক হাইকোর্ট। দক্ষিণী রাজ্যের হিজাব বিতর্কের বিরুদ্ধে কমল হাসান বলেছিলেন, বিভাজনের বিষ পুঁতে দেওয়া হচ্ছে পড়ুয়াদের মধ্যে। কণার্টকে যা হচ্ছে, তা যেন তামিলনাড়ুতে না ঘটে। প্রতিবাদ করেন জাভেদ আখতারও। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।