মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
প্রেমের জন্য মানুষ কত কিছুই না করে। তেমনি প্রেমিকার জন্য শরীরের ওজন কমিয়েছে ভারতের এক যুবক। তবে প্রেমিকা পাওয়ার জন্য নয়। ওজন বেশি বলে প্রেমিকা ছেড়ে যাওয়ায় তাকে উপযুক্ত জবাব দিতে এ অসাধ্য সাধন করেন তিনি। ৫-১০ কেজি নয়, এক বছরে ৭০ কেজি ওজন কমিয়ে সাড়া ফেলে দেন এই যুবক। ভারতের নয়াদিল্লির বাসিন্দা ওই যুবকের নাম পুভি। টিকটকে ভিডিও তৈরি করেন তিনি। নেটমাধ্যমেও বেশ জনপ্রিয় এই যুবক। ভারতের বেশ কিছু সংবাদমাধ্যম খবরে জানানো হয়েছে, সম্পর্কের শুরুতে পুভির ওজন স্বাভাবিক ছিল। নানা কারণে ধীরে ধীরে ওজন বাড়তে থাকে। তার ওজন যখন ১৩৯ কেজি, তখন সম্পর্কে ইতি টানেন প্রেমিকা। সেই সময় পুভির প্রেমিকা জানিয়ে দিয়েছিলেন, সব ঠিক থাকলেও পুভি বড্ড মোটা। এই নিয়ে যুবককে রীতিমতো ব্যঙ্গ করতেন প্রেমিকা। ব্যাপারটা মোটেই ভালো লাগেনি পুভির। আর সেই আঘাতই হয়ে উঠেছিল অনুপ্রেরণা। এর আগে ওজন কমানোর কথা যে মনে হয়নি, এমনটা নয়। কিন্তু এই ঘটনার পর পুভির মনে জেদ চেপে বসে। শুরু হয় তার ওজন কমানোর লড়াই। দিন-রাত জিমে পড়ে থাকতেন পুভি। সেই সঙ্গে কঠোর ডায়েট। পরিশ্রমে ফাঁকি দিতেন না এতটুকু। সব সময়ে মাথায় একটাই চিন্তা ঘুরত। রোগা হতে হবে। দীর্ঘ এক বছরের চেষ্টা ও পরিশ্রমে ৭০ কেজি ওজন কমান পুভি। ১৩৯ কেজি ওজনের এই যুবক এখন ৬৯। তার এ পরিশ্রমের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেতেই শুভেচ্ছার ঝড় উঠেছে। অনেকেই লিখেছেন, পুভি তাদের অনুপ্রেরণা। নিজেকে পুরোপুরি বদলে ফেলার পর কী প্রতিক্রিয়া পুভির? এর উত্তরে এই যুবক বলেন, ‘আমি নিশ্চিত, আমাকে নতুন রূপে দেখার পর প্রাক্তন আফসোস করবেন।’ ওয়ান ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।