Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে জাতীয় গণহত্যা দিবস পালিত

| প্রকাশের সময় : ২৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : বন্দরনগরীসহ বৃহত্তর চট্টগ্রামে গতকাল (শনিবার) জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। মহানগর আওয়ামী লীগের উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন। চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে সন্ধ্যায় আলোর মিছিল ও প্রদীপ প্রজ্জ্বলনের আয়োজন করা হয়েছে। সেক্টর কমান্ডার্স ফোরাম ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্যোগেও নানা কর্মসূচি পালন করা হয়।
প্রবাসী কল্যাণ মন্ত্রী
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি বলেছেন, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি প্রতিরোধ করা, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা, সর্বোপরি প্রজন্ম থেকে প্রজন্মকে ২৫ মার্চ’র হত্যাযজ্ঞ সম্পর্কে জানানোর দায়বদ্ধতা সবার। নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম টিআইসি মিলনায়তনে স্বাধীনতা মেলা পরিষদ চট্টগ্রাম আয়োজিত ২৫ মার্চ কালো রাত্রি এবং জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র চট্টগ্রামের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমানের সভাপতিত্বে মেলা পরিষদের প্রধান সমন্বয়কারী বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন মেলা পরিষদের কো-চেয়ারম্যান সফর আলী, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক, সাদার্ন ইউনিভার্সিটি ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর এম মহিউদ্দিন চৌধুরী।
চুয়েট
এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অতি:দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, উপ-ছাত্রকল্যাণ পরিচালক ড. জি এম সাদিকুল ইসলাম প্রমুখ।
পটিয়ার শোভনদন্ডী স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে কলেজ অধ্যক্ষ মো. হামিদ হোসাইনের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যা মানব সভ্যতার ইতিহাসে এক কলঙ্কিত দিন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য মো. আইয়ুব আলী ও জামাল উদ্দিন আহমদ, অধ্যক্ষ আবু মোহা. ইউছুপ চৌধুরী প্রমুখ।
মহানগর যুবলীগ : চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে দারুল ফজল মার্কেট কার্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মাহবুবুল হক সুমন, দেলোয়ার হোসেন খোকা, ফরিদ মাহমুদ, দিদারুল আলম দিদার প্রমুখ।
চসিকের গণহত্যা দিবস পালন
গতকাল (শনিবার) নগরীর জাকির হোসেন রোডস্থ বধ্যভূমিতে মোমবাতি জ্বালিয়ে ও শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গণহত্যা দিবস পালন করে চট্টগ্রাম সিটি করপোরেশন। চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন সিটি করপোরেশনের প্যানেল মেয়র, কাউন্সিলর ও বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে মোমবাতি জ্বালিয়ে এবং শহীদ বেদিতের ফুল দিয়ে গণহত্যা দিবসের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ উপলক্ষে আয়োজিত সুধি সমাবেশে মেয়র বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালোরাতে ঢাকায় পাকিস্তান হানাদারবাহিনী বর্বরোচিত হামলার এই বিয়োগান্তক ঘটনার নিন্দা জানাবার কোনো ভাষা নেই। জাতি এবারই প্রথম বারেরমতো জাতীয় গণহত্যা দিবস পালন করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রাম

৩০ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ