Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লন্ডনের রাস্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে : সাদিক খান

| প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : লন্ডনের পার্লামেন্ট প্রাঙ্গণে হামলার পর সেখান নিরাপত্তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছেন লন্ডনের মেয়র সাদিক খান। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, লন্ডন বিশ্বের অন্যতম সেরা শহর। যারা আমাদের জীবনে বিঘœ ঘটাতে চায় আমরা তাদের একত্রিত হয়ে মোকাবেলা করব। লন্ডনবাসী সন্ত্রাসের কাছে হার মানবে না। তিনি আরো বলেন, আমরা সবসময়ই পেরেছি, সামনেও পারব। আমি লন্ডনবাসী ও অতিথিদের বলতে চাই, আপনারা আতঙ্কিত হবেন না। বুধবার বিকালে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের অধিবেশন চলাকালে ব্রিটিশ পার্লামেন্টে হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪০ জন।  তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি। তবে যুক্তরাজ্যের পুলিশ ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে বিবেচনা করছে। হামলার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের সঙ্গে ফোনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথা বলেন বলে জানায় হোয়াইট হাউস। এ তথ্য জানিয়ে ট্রাম্পের প্রেস সেক্রেটারি শন স্পাইসার বলেন, ট্রাম্প ঘটনার নিন্দা জানিয়েছেন। যুক্তরাজ্যকে সর্বাত্মক সহায়তার আশ্বাসও দিয়েছে যুক্তরাষ্ট্র।  হোয়াইট সূত্র ইন্ডিপেন্ডেন্টকে জানিয়েছে, লন্ডনে ব্রিটিশ পার্লামেন্টের হামলাকে বড় খবর আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্র জানায়, এই ঘটনাটি প্রেসিডেন্ট ট্রাম্পকে জাননোর পর তিনি প্রথমেই মন্তব্য করেন বড় খবর। এ সময় যুক্তরাজ্যকে সবরকম সহযোগিতার আশ্বাসও দেন তিনি। ইউরোপীয় কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, সন্দেহভাজন হামলাকারীর পরিচয় জানতে পেরেছেন ব্রিটিশ গোয়েন্দারা। তবে তার সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, তদন্তকারীরা প্রাথমিকভাবে সন্দেহ করছেন, আইএসের প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে এই হামলা চালানো হয়ে থাকতে পারে। অপর খবরে বলা হয়, ব্রিটিশ পার্লামেন্টের সন্ত্রাসী হামলায় নিহত পুলিশ কর্মকর্তার নাম পরিচয় প্রকাশ করা হয়েছে। নিহত পুলিশ কর্মকর্তার কিথ পামার। নিরাপত্তা সূত্রের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট এই খবর জানিয়েছে। দ্য ইন্ডিপেনডেন্ট সন্ত্রাসবিরোধী পুলিশের প্রধান মার্ক রওলিকে উদ্ধৃত করে জানিয়েছে, কিথ পামার নামের ওই পুলিশ কর্মকর্তার বয়স ছিল ৪৮। পুলিশের পার্লামেন্টারি অ্যান্ড ডিপ্লোম্যাটিক প্রটেকশন কম্যান্ডে নিয়োজিত ছিলেন। তার স্ত্রী ও সন্তান রয়েছে। পার্লামেন্ট ভবনে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতের পর গোলাগুলি শুরু হয়। সেখানে গাড়ি  দিয়ে সন্দেহভাজন জঙ্গি ভবনের রেলিংয়ে ধাক্কা দেয়। গাড়ি থেকে বের হয়ে সে একজন পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে। সন্ত্রাসবিরোধী পুলিশের প্রধান মার্ক রওলি জানিয়েছেন, পার্লামেন্ট ভবনে হামলা চালাতে ওঁৎ পেতে থাকা এক হামলাকারীর ছুরিকাঘাতে ওই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। সন্দেহভাজন সন্ত্রাসীকে গুলি করে হত্যা করেছে পুলিশ। এছাড়া আরো দুই ব্যক্তি নিহত হয়েছেন ওয়েস্ট মিনিস্টার গেটের হামলায়। সেখানে পথচারীদের ওপর দ্রুত গতিতে গাড়ি চালিয়ে হামলা করা হয়েছে। এতে দুজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে পুলিশ। ইন্ডিপেনডেন্ট, বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পুলিশ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ