বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : পীরে কামেল শাহ আলম নঈমী আশরাফীকে মসজিদে ঢুকে ছুরিকাঘাত করে আহত ও ছাত্রসেনার নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে গতকাল (মঙ্গলবার) চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন উত্তর সভাপতি আবদুল কাদের রুবেল। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মহাসচিব মাওলানা এম এ মতিন। সমাবেশে বক্তব্য রাখেন নগর উত্তর ছাত্রসেনার সাধারণ সম্পাদক মারুফ রেজা, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ মাছুমুর রশীদ কাদেরী, নগর দক্ষিণ সাধারণ সম্পাদক মুহাম্মদ রিয়াজ হোসাইন, ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় আন্তর্জাতিক সচিব আল্লামা জালালুদ্দিন আল-আজহারী, নগর দক্ষিণ ইসলামী ফ্রন্ট সভাপতি নুরুল ইসলাম জিহাদী, উত্তর সভাপতি মুহাম্মদ নাঈমুল ইসলাম, নাছির উদ্দিন মাহমুদ, মাওলানা আশরাফ হোসেন, ফজলুল করিম তালুকদার, যুবসেনা নগর সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আবু আজম, ছাত্রসেনা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নিজামুল করিম সুজন প্রমুখ। শেষে প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চেরাগী পাহাড়, আন্দরকিল্লা হয়ে লালদীঘি ময়দান চত্বরে এসে শেষ হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।