Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কোরআনের জ্ঞানের আলো সূর্যের আলোর চেয়েও জ্যোতি ও গতিময় -পীর সাহেব বায়তুশ শরফ আল্লামা কুতুব উদ্দিন

| প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কক্সবাজার অফিস : কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি মাঠে গতকাল ‘কবি বরণ, দেয়ালিকা উৎসব ও কবি সম্মাননা’ অনুষ্ঠানে প্রধান অতিথি সচিব (মেলার কবি) আসাদ মান্নান বলেন, প্রিয় মাতৃভূমি বাংলাদেশের মহান স্বাধীনতার পেছনে মিশে আছে ৩০ লাখ শহীদের রক্ত। স্বাধীনতার এই মাসে কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির এই আয়োজন প্রশংসনীয়। তিনি বলেন, বায়তুশ শরফ শিক্ষা, চিকিৎসা ও মানব সেবার যে আলো জ্বালিয়েছে তা নিভে যাবার মতো নয়। তিনি মন্তব্য করে বলেন, দেশের প্রতিটি এলাকায় বায়তুশ শরফের মতো অসাম্প্রদায়িক চেতনায় শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হলে দেশ জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা থেকে মুক্ত থাকবে।
পীর সাহেব বায়তুশ শরফ আল্লামা কুতুব উদ্দিন বলেন, কোরআনের জ্ঞানের আলো সূর্যের আলোর চেয়েও জ্যোতির্ময় ও গতিময়। আল্লাহর মেহেরবানিতে বায়তুশ শরফ সারাদেশে ১৮০টি প্রতিষ্ঠান গড়ে তুলেছে, যার মধ্যমে মানুষের আত্মশুদ্ধি, শিক্ষা, চিকিৎসা ও মানব সেবার কাজ হচ্ছে।
কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি ক্যাম্পাসে সকাল ১০টায় শুরু হয় এই অনুষ্ঠান। অতিথিবৃন্দ অনুষ্ঠানস্থলে এসেই একাডেমি ক্যাম্পাসে সেট করা ৫৯টি দেয়ালিকা উদ্বোধন করেন। আনুষ্ঠানিকভাবে দেয়ালিকা উদ্বোধন করেন প্রধান অতিথি সচিব মেলার কবি আসাদ মান্নান। তিনি বায়তুশ শরফের পীর সাহেব আল্লামা কুতুব উদ্দিন ও জাতিসত্তার কবি মুহাম্মদ নুরুল হুদাকে নিয়ে দেয়ালিকা উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজের প্রিন্সিপাল শিক্ষাবিদ প্রফেসর ফজলুল করিম, বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ সিরাজুল ইসলাম ও অতিথিবৃন্দ।
২১ ফেব্রæয়ারি মাতৃভাষা দিবস, ঐতিহাসিক ৭ মার্চ বঙ্গবন্ধুর কালজয়ী ভাষণ, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম দিবস, ২৫ মার্চ আজকের মহিরুহ বায়তুশ শরফের স্বপ্নদ্রষ্টা হাদিয়ে জামান মুজাদ্দেদে মিল্লাত মরহুম আল্লামা আব্দুল জব্বার (রহ:)-এর ১৯তম ইন্তেকাল বার্ষিকী, ২১ মার্চ কবি বরণ ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে এই দেয়ালিকাগুলো প্রকাশ করা হয়।
ডজন খানেক দেশি-বিদেশি কবিদের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়তুশ শরফের পীর সাহেব আল্লামা কুতুব উদ্দিন (ম জি আ)।
সভাপতির বক্তব্যে পীর সাহেব বায়তুশ শরফ আল্লামা কুতুব উদ্দিন বলেন, আল্লাহর মেহেরবানিতে বায়তুশ শরফ সারাদেশে ১৮০টি প্রতিষ্ঠান গড়ে তুলেছে। যার মাধ্যমে মানুষের আত্মশুদ্ধি, শিক্ষা, চিকিৎসা ও মানব সেবার কাজ হচ্ছে। অবশ্যই কুরআনী শিক্ষার আলো সূর্যের আলোর চেয়েও অনেক গতিময় ও জ্যোতির্ময়।
সংবর্ধিত অতিথি কক্সবাজার সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসর ফজলুল করিম বলেন, দক্ষিণ চট্টগ্রাম ও পার্বত্য জেলাসহ বৃহত্তর জনগোষ্ঠী বায়তুশ শরফ থেকে শিক্ষা, চিকিৎসা ও মানব সেবার ক্ষেত্রে উপকৃত হচ্ছে। একই সাথে ৫৯টি দেয়ালিকা প্রকাশ অবশ্যই নজিরবিহীন। এটি শিক্ষার্থীদের মেধা বিকাশের পরিচায়ক বলে মন্তব্য করেন তিনি।
কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ আলহাজ এম এম সিরাজুল ইসলাম বলেন, পীর মুর্শিদের রূহানী তওয়াজ্জুর বদৌলতে বায়তুশ শরফের বিশাল কার্যক্রম পরিচালিত হচ্ছে। মসজিদ, মাদরাসা, হেফজখানা, এতিমখানা, জব্বারিয়া একাডেমি ও বায়তুশ শরফ চক্ষু হাসপাতাল দেশের দক্ষিণাঞ্চলের এক ব্যতিক্রমধর্মী প্রতিষ্ঠান। তিনি বলেন, জঙ্গিবাদমুক্ত এই প্রতিষ্ঠান মানুষের আধ্যাত্মিক সংশোধন ও শিক্ষা, চিকিৎসা এবং মানব সেবার অসাম্প্রদায়িক এক অনন্য উদাহরণ।
বাংলাদেশ রাইটার্স ক্লাবের সাধারণ সম্পাদক কবি নিশাত খান বলেন, এখানে জঙ্গিবাদ-সাম্প্রদায়িকতার শিক্ষা দেয়া হয় না। এখানে সত্যিকার মানুষ হওয়ার শিক্ষা দেয়া হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত ও পুরস্কৃত জন বহুমাত্রিক লেখক কবি কামরুল হাসানকে সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধিত করা হয়।
বক্তব্য রাখেন ভারতের কবি শাকিল আহমদ, নেপালের কবি সুবাস প্যারাজুলি ও কবি কিরণ ভট্ট। কবি বরণে নিবেদিত কবিতা পাঠ করেন ছলা উদ্দিন বেলাল।
অন্ষ্ঠুানে পীর সাহেব বায়তুশ শরফ আল্লামা কুতুব উদ্দিন (ম জি আ)-কে কবিতা বাংলার পক্ষ থেকে, প্রধান অতিথি আসাদ মান্নানকে, জাতিসত্তার কবি মুহাম্মদ নূরুল হুদাকে ও কক্সবাজার কলেজের প্রিন্সিপাল শিক্ষাবিদ প্রফেসর ফজলুল করিমকে বায়তুশ শরফের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।



 

Show all comments
  • ইউসুফ ২২ মার্চ, ২০১৭, ১:৪৮ এএম says : 0
    এই আলোতে নিজেদেরকে আলোকিত করতে হবে।
    Total Reply(0) Reply
  • Nannu chowhan ২২ মার্চ, ২০১৭, ৭:৫০ এএম says : 0
    100%cortect.subahan allah
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পীর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ