Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

টেকনাফে বিদেশি আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ সন্ত্রাসী গ্রেফতার

| প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

টেকনাফ উপজেলা সংবাদদাতা : টেকনাফ উপজেলায় ফরিদ আলম ওরফে ডাকাত আলম (২৮)-কে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা ও একটি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়ছে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে পৌরসভার পল্লানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে সদর ইউনিয়নের দক্ষিণ লেক্সগুরবিল গ্রামের আব্দুল কাদের ওরফে পেটানের ছেলে।
পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার রাতে পৌরসভার পল্লানপাড়া মাইমুনা স্কুলের সামনে পুলিশের তালিকাভুক্ত আবদুল হাকিম ডাকাতের সাথে ইয়াবা লেনদেন করছে এমন গোপন সংবাদ পেয়ে টেকনাফ মডেল থানার এসআই বোরহান উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ফরিদ আলমকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা ও একটি বিদেশি অস্ত্র উদ্ধার করে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: টেকনাফ

৪ অক্টোবর, ২০২০
১৫ আগস্ট, ২০২০
১৬ মার্চ, ২০২০

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ