Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গফরগাঁওয়ে দিঘীরপাড় ডিএসএন আলিম মাদরাসার আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

| প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

গফরগাঁও উপজেলা সংবাদদাতা : গফরগাঁও উপজেলার ৯নং পাঁচবাগ ইউনিয়নের ঐতিহ্যবাহী দিঘীরপাড় দারুছ-ছুন্নাৎ নেছারিয়া আলিম মাদরাসার আলিম পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান গতকাল মঙ্গলবার সকালে মাদরাসার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। দিঘীরপাড় দারুছ-ছুন্নাৎ নেছারিয়া আলিম মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা তাজউদ্দিনের সভাপতিত্বে উক্ত বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অত্র মাদরাসার প্রতিষ্ঠাতা ও জেলা কাজী সমিতির সাবেক সভাপতি আলহাজ কাজী মাওলানা আব্দুর রহিম। এতে আরও বক্তব্য রাখেন মাওলানা আবদুল লতিফ, মাওলানা আহসান হাবিব, মাওলানা শরিয়ত উল্লাহ, শফিকুল ইসলাম ,হারুন-অর-রশিদ, সাইফুল ইসলাম ও আলিম পরীক্ষার্থী মোছা. নাফিসা ও মাছুমবিল্লাহ প্রমুখ ।
উল্লেখ্য, উক্ত দিঘীরপাড় দারুছ-ছুন্নাৎ নেছারিয়া আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা হলেন গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের গফরগাঁও উপজেলা সংবাদদাতা মুহাম্মদ আতিকুল্লাহর পিতা ময়মনসিংহ জেলা কাজী সমিতির সাবেক সভাপতি আলহাজ মাওলানা কাজী মো. আবদুর রহিম ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনুষ্ঠান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ