নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : বধির টি-২০ এশিয়া কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী দিনেই হারল স্বাগতিক বাংলাদেশ ও পকিস্তান। তাও একই দলের বিপক্ষে। প্রথম দিনে দু’ম্যাচেই জয় পেয়েছে ভারত। গতকাল মিরপুরস্থ সিটি ক্লাব মাঠে দিনের প্রথম ম্যাচে ভারত ৯ উইকেটে হারায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬১ রান করে পাকিস্তান বধির দল। জবাবে মাত্র এক উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারতীয়রা। একই মাঠে দিনের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ছয় উইকেট হারিয়ে ১৭৫ রান তুলে বাংলাদেশ। জবাবে ১১৭ রানে চার উইকেট হারালেও শেষ দিকে এক ওভারে ৩০ রান এবং চার ওভারে ৭০ রান নিয়ে ৬ উইকেটে ম্যাচ জেতে ভারত বধির দল। আজ পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এর আগে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাইম রাজ্জাক এমপি। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জুয়েল আরেং, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আসাদুল ইসলাম এবং জাতীয় বধির ক্রীড়া ফেডারেশনের সভাপতি জাকির হোসেন খান উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।