Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

মঞ্চ নাটক করতে সপরিবারে ঢাকা আসছেন নাসিরুদ্দিন শাহ

| প্রকাশের সময় : ২১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক :বলিউডডের প্রখ্যাত অভিনেতা নাসিরুদ্দিন শাহ সপরিবারে ঢাকা আসছেন। তারা আসছেন মঞ্চ নাটক নিয়ে। নাসিরুদ্দিন শাহ নির্দেশিত ইসমাত আপাকে নাম নাটকটি মঞ্চস্থ হবে। এতে তিনি নিজেও অভিনয় করবেন। একই নাটকে দেখা যাবে তার স্ত্রী বলিউড অভিনেত্রী রত্না পাঠক শাহ এবং কন্যা হিবা শাহকে। তাদের ঢাকায় নিয়ে আসছে ব্লুজ কমিউনিকেশনস। আগামী ২১ এপ্রিল রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি মিলনায়তনে নাটকটি মঞ্চায়িত হবে। ব্লুজ কমিউনিকেশনস ব্যবস্থাপনা পরিচালক ফরহাদুল ইসলাম জানান, দেশের মানুষকে একটু উন্নত ও ভিন্ন রুচির বিনোদন দেয়ার জন্য তাদের এই প্রয়াস। ইসমাত আপাকে নাম-এর মাধ্যমে খ্যাতিমান লেখক ইসমাত চুঘতাইয়ের পষ্টবাদী ও বৈপ্লবিক লেখনীর মঞ্চরূপ দিয়েছেন নাসিরুদ্দিন শাহ। তাতে মূল চরিত্রে অভিনয় করবেন তিনি। দুটি চরিত্রে থাকছেন স্ত্রী রত্না পাঠক শাহ ও কন্যা হিবা শাহ। এ আয়োজনের টিকিট সংগ্রহ করা যাবে সিটি ব্যাংকের নির্ধারিত কয়েকটি শাখায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মঞ্চ

১৪ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ