Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাল জমিন কলেজে মঞ্চস্থ করতে চান মোমেনা চৌধুরী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

অভিনেত্রী মোমেনা চৌধুরী অভিনীত একক নাটক ‘লাল জমিন’ নিয়ে দেশ-বিদেশে মঞ্চস্থ করে যাচ্ছেন। নাটকটির ৩০৭টি মঞ্চায়ন হয়েছে। এবার মোমেনার স্বপ্ন নাটকটি তিনি বিভিন্ন জেলার কলেঝে কলেজে মঞ্চস্থ করবেন। এরইমধ্যে তিনি সংষ্কৃতি মন্ত্রনালয় ও শিক্ষা মন্ত্রনালয়ের সাথে যোগাযোগ করেছেন। মোমেনা চৌধুরী আশাবাদী, দুই মন্ত্রনালয় থেকেই তিনি আশানুরূপ সাড়া পাবেন। মোমেনা চৌধুরী বলেন, ‘লাল জমিন’ বাংলাদেশের মঞ্চ নাটকে এক অনন্য ইতিহাস সৃষ্টি করেছে। একক নাটকের ক্ষেত্রে মঞ্চায়নের দিক দিয়ে এটি দৃষ্টান্ত স্থাপন করেছে তিনশ’র বেশি মঞ্চস্থ করে। এবার কলেজে কলেজে নাটকটি মঞ্চস্থ করার ইচ্ছা আমাদের। আমরা দু’টি মন্ত্রনালয়ের সাথে যোগাযোগ করেছি। আমার বিশ্বাস, দু’টি মন্ত্রনালয়ই ইতিবাচক সাড়া দিবে। যদি তাই হয় তাহলে আগামী নভেম্বর থেকে ঢাকা’সহ দেশের সবগুলো জেলাতেই কলেজে কলেজে লাল জমিন মঞ্চায়ন শুরু হবে। সবসময়ই দর্শকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা। কারণ দর্শকের আগ্রহের কারণেই লাল জমিন’ আজ এতোদূর আসতে পেরেছে। উল্লেখ্য, ‘শূন্যন রেপার্টরি থিয়েটার’র প্রথম প্রযোজনা ‘লাল জমিন’ রচনা করেছেন মান্নান হীরা, নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্ত্তী। এদিকে টিভি নাটকে নিয়মিত অভিনয় করছেন মোমেনা চৌধুরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাল জমিন কলেজে মঞ্চস্থ করতে চান মোমেনা চৌধুরী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ