Inqilab Logo

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

মঞ্চ নাটক একাত্তর ও একজন নাট্যকার

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

মরহুম নাট্যকার ড. ইনামুল হক স্মরণে মঞ্চে আসছে নাটক ‘একাত্তর ও একজন নাট্যকার’। হৃদি হকের রচনা ও নির্দেশনায় নাটকটিতে অভিনয় করছেন বিভিন্ন নাট্যদলের শিল্পীরা। অভিনয় করছেন নাগরিক নাট্য সম্প্রদায়, থিয়েটার, সুবচন, প্রাচ্যনাট, প্রাঙ্গণেমোর, নাট্যম, বটতলা, থিয়েটার আর্ট ইউনিট, উদীচী শিল্পী গোষ্ঠী ও ইনামুল হকের গড়া নাট্যদল নাগরিক নাট্যাঙ্গনের শিল্পীরা। আগামী বুধবার সন্ধ্যায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে নাটকটির মঞ্চায়ন হবে। ইনামুল হকের মেয়ে অভিনেত্রী হৃদি হক বলেন, বুধবার বিকেল সাড়ে ৫টায় নাট্যশালার লবিতে বাঁশির সুরে শুরু হবে ইনামুল হক স্মরণ অনুষ্ঠান। পরে আবৃত্তি ও গান পরিবেশন করবেন শিল্পীরা। সন্ধ্যা ৬টায় ধৃতি নৃত্যালয়ের পরিবেশনার মধ্য দিয়ে মূল মঞ্চে আলো জ্বলবে। নাটকটি মূলত ইনামুলক হকের লেখা তিনটি নাটকের কোলাজ। নাট্যশালার মহড়া কক্ষে নূনা আফরোজ, আহসান হাবিব নাসিম, রওনক হাসানসহ অনেকেই ব্যস্ত সময় কাটাচ্ছেন মহড়ায়। উল্লেখ্য, গত বছর ১১ অক্টোবর মারা যান ইনামুল হক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মঞ্চ নাটক একাত্তর ও একজন নাট্যকার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ