Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঞ্চল্যকর সুজন হত্যা মামলা সিআইডিতে হস্তান্তর ইউপি মেম্বার রেখা বেগমের রিমান্ড মঞ্জুর

| প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

সরকার আদম আলী, নরসিংদী থেকে : চাঞ্চল্যকর সুজন হত্যা মামলার আসামি, হাজীপুর ইউপি মেম্বার রেখা বেগমের রিমান্ড মঞ্জুর হয়েছে। নরসিংদী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গতকাল রোববার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে নরসিংদীর সিআইডি পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন পেশ করেন। পুলিশের রিমান্ড ও বিবাদী পক্ষের জামিনের আবেদনের উপর গতকাল রোববার আদালতে উভয় পক্ষের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিকালে বাদী পক্ষের আইনজীবী এড. খন্দকার আব্দুল হালিম খন্দকার আদালতকে বলেন, ইউপি মেম্বার রেখা বেগম একজন মাদক ব্যবসায়ী, তার রয়েছে বিশাল অস্ত্রধারী ডিফেন্ডার বাহিনী। মাদক ব্যবসার বিরোধিতা করায় রেখা বেগম নিজে, তার ছেলে কামাল ও তার ডিফেন্ডার বাহিনীর সদস্যরা সুজনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে। মামলার তদন্তের স্বার্থে তাকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করলে চাঞ্চল্যকর সুজন হত্যার সাথে জড়িত আরো অনেকের নাম বেরিয়ে আসবে। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক রেখা বেগমের জামিনের আবেদন নাকচ করে দিয়ে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে মামলার বাদী সুমন জানিয়েছেন, চাঞ্চল্যকর সুজন হত্যা মামলাটি রুজু করা হয় নরসিংদী সদর মডেল থানায়। কিন্তু মামলাটির তদন্ত অগ্রগতি না হওয়ায় আমি নিজে আবেদন করে মামলাটি ডিবি পুলিশে নিয়ে যাই। ডিবির অধীনে মামলাটি তদন্ত চলাকালে হঠাৎ মামলাটির তদন্তভার চলে যায় সিআইডি পুলিশের হাতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চাঞ্চল্যকর

১৪ অক্টোবর, ২০২১
১৮ জানুয়ারি, ২০১৭

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ